Tourist places in Darjeeling: দার্জিলিং গিয়ে শুধু ম্যাল নয়, একবার গিয়েই ঘুরে দেখুন ২৫ খানা জায়গা! নাম ধরে ধরে রইল পুরো তালিকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Go to Darjeeling not just for the mall and visit these tourist places: এই গরমের ছুটিতে সবথেকে আদর্শ হলিডে ডেস্টিনেশন হল দার্জিলিং। এই সময় এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো। সুদূর আমলে শুধুমাত্র ব্রিটিশদের কাছেই নয়, বাঙ্গালীদের কাছেও বর্তমানে দার্জিলিং হল একটি ইমোশন। কলকাতার গরম যখন ব্রিটিশদের কাছে অসহ্য হয়ে উঠতো তখনই সবাই ছুটে যেত দার্জিলিঙে। এখানকার ঠান্ডা আবহাওয়া নিমিষের মধ্যে দূর করে দেয় সমস্ত রকম ক্লান্তি। এখন অবশ্য ব্রিটিশরা আর নেই কিন্তু তাদের ছাপ এখনো রয়ে গেছে দার্জিলিঙে এবং হিমালয়ের কোলে অবস্থিত এর শৈল শহরটি সকলের কাছে খুবই প্রিয়। এর আকর্ষণে পর্যটকরা বারবার ছুটে যায় দার্জিলিং এবং তার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য (Tourist places in Darjeeling)।

Advertisements

এখন বেশিরভাগ স্কুল কলেজগুলোতেই চলছে গরমের ছুটি তাই এই ছুটির দিনগুলো মোটেই অপচয় করা যাবে না। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এখন তীব্র গরম তাই অসহ্য গরমের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল শৈল শহরে ঘুরতে যাওয়া। যদি আপনার এখনো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান না হয়ে থাকে তাহলে দু একদিন হাতে সময় নিয়ে চলে আসুন দার্জিলিঙে। এ বার দার্জিলিং গেলে কী কী দেখবেন, রইল তালিকা (Tourist places in Darjeeling)।

Advertisements

আর ভাববেন না, সময় মোটেই নষ্ট করা যাবে না। ট্রেন নাহলে বিমানের টিকিট কেটে ঘুরে আসুন দার্জিলিঙে। এরপর সময় চলে যাবে। দার্জিলিংয়ের নিকটতম বিমানবন্দর শিলিগুড়ির বাগডোগরা। রেলে চেপে নামতে পারেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেলস্টেশন। এখানকার পর্যটন স্থানগুলো (Tourist places in Darjeeling) সত্যি আকর্ষণীয়।

Advertisements

বেশিরভাগ পর্যটকরাই প্রথমে দার্জিলিং পৌঁছে ম্যাল রোডে ঘোরাঘুরি করে নিন। এরপর তালিকায় থাকে (Tourist places in Darjeeling) কাঞ্চনজঙ্ঘা দর্শন। পাশাপাশি কখনো দার্জিলিঙে গেলে অবশ্যই যাবেন বাতাসিয়া লুপ এবং দালি মঠ। অবশ্য হোটেল কিংবা গাড়ির সঙ্গে কোথায় কোথায় ঘুরবেন, তা কথা বলে নেবেন। অন্যান্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে গোরস্থান লাল কুঠি, সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, সেন্ট পলস্ স্কুল, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ মিস করবেন না। তবে অনেকটা সময় কাটান চৌরাস্তা এবং বাজারে।

আরও পড়ুন ? Mirik Lake Shikara Ride: দরকার নেই কাশ্মীর যাওয়ার! এবার দার্জিলিংয়েই মিলবে এক টুকরো কাশ্মীরের আনন্দ

দার্জিলিং ট্রিপে আসলে উল্লেখযোগ্য আকর্ষণগুলি হল (Tourist places in Darjeeling) টাইগার হিল, বুদ্ধিস্ট মনেস্ট্রি, ঘুম মনাস্ট্রি, রক গার্ডেন, দার্জিলিংয়ের চিড়িয়াখানা বা পদ্মজা নাইড়ু হিমালয়্যান জ্যুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, দার্জিলিং রঙ্গমঞ্চ ভবন, সেন্ট অ্যান্ড্রুস চার্চ, মহাকাল মার্কেট, মহাকাল মন্দির, অবজারভেটরি হিল, নেপাল সীমানা ভিউ পয়েন্ট, ভারত নেপাল বর্ডার, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডলি মনাস্ট্রি, ধীরধাম টেম্পল, রোপওয়ে, দার্জিলিং মিউজিয়াম, সেন্ট পলস গীর্জা, রক ও সংলগ্ন হনুমান মন্দির, টি গার্ডেন আরো কত কি।

সম্প্রতি বিভিন্ন পর্যটকরা শুধুমাত্র দার্জিলিং নয় এর আশেপাশের অফবিট জায়গাগুলোকে বেশি পছন্দ করছেন। শুধু দার্জিলিং নয়, তালিকাতে আছে কার্শিয়াং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি গ্রামগুলোও। এভাবেই জনপ্রিয়তা অর্জন করেছে পাহাড়ের ‘গাঁও’গুলো। সিলারি গাঁও, ইচ্ছে গাঁও-এর মতো পাহাড়ি গ্রাম আপনাকে আকৃষ্ট করবে বারবার। আবার অনেকের ঘোরাও হয়ে গিয়েছে এই জায়গাগুলো।

Advertisements