নিজস্ব প্রতিবেদন : সাধারণত আমরা বাড়িতে গরুর দুধ খেয়ে থাকি। তবে গরুর এই দুধের দামের তুলনায় কিছুটা হলেও বেশি দাম দিতে হয় ছাগলের দুধের ক্ষেত্রে। গরুর দুধের জন্য যেখানে লিটারে ৫০ টাকা খরচ করতে হয় সেখানে ছাগলের দুধের জন্য লিটারে ৮০ থেকে ১০০ টাকা খরচ করতে হয়। তবে এই ছাগলের দুধ নিয়ে অনলাইনে যা দেখা গেল তার রীতিমতো অবাক করা।
অনলাইনে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ছাগলের তরল এবং পাউডার দুধ। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপননী সংস্থাগুলিতে এই ভাবেই বিক্রি হচ্ছে ছাগলের দুধ। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আকাশছোঁয়া দামে বালতি, গোবর, ঘুঁটে বিক্রি হতে দেখা গিয়েছে অনলাইন বিভিন্ন বিপননী সংস্থাগুলিতে। ঠিক কত দামে অনলাইনে বিক্রি হচ্ছে ছাগলের দুধ!
অ্যামাজনের মতো সংস্থায় অনলাইনে কমকরে ৪০০ টাকা লিটার থেকেই শুরু হয়েছে ছাগলের দুধ। তবে সাড়ে চার হাজার টাকার বেশি দরেও বিক্রি করা হচ্ছে এই প্রোডাক্ট। অনলাইনে দেখা যাচ্ছে এক কেজি ওজনের ছাগলের পাউডার দুধ কেনার জন্য খরচ হচ্ছে ৪৬৫০ টাকা। বিপুল খরচ করতে হচ্ছে নিউট্রা ভিটা ফ্রিজ ড্রায়েড গোট মিল্কের জন্য। এমনকি এই বিপুল দামের জন্য ইএমআই ব্যবস্থাও রাখা হয়েছে।
অ্যামাজনের এই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে তাদের ওয়েবসাইটে যা যা দাবি করা হয়েছে তা হলো, ISO সার্টিফায়েড এই ছাগলের দুধে রয়েছে বিপুল পরিমাণে মিনারেল ও পুষ্টি। রয়েছে ভিটামিন A। এই দুধে রয়েছে বেশি পরিমাণে ক্যালসিয়াম ও ফ্যাটি অ্যাসিড। একই সঙ্গে থাকছে কম কলেস্টেরল।
১ কেজি ছাড়াও ৫০০ গ্রাম, ২৫০ গ্রাম বিভিন্ন ওজনের এই দুধ পাওয়া যাচ্ছে। ৫০০ গ্রাম ওজনের বোতল কেনার ক্ষেত্রে গ্রাহকদের খরচ করতে হবে ২৪৪৯ টাকা এবং ২৫০ গ্রাম ওজনের বোতল কেনার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১২৯৯ টাকা।