Darjeeling Tour: নর্থ বেঙ্গল গেলে এবার থেকে আর মিস হবে না সূর্যোদয়, সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে জিটিএ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Darjeeling Tour: দার্জিলিং হল বাঙ্গালীদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। এই শৈল শহরের সঙ্গে বাঙালির এক গভীর আবেগ জড়িয়ে রয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালি জীবনে একবার অবশ্যই দার্জিলিং ভ্রমণ করবে। দার্জিলিং এর অন্যতম আকর্ষণ হল এর প্যানোরামিক সূর্যোদয়। এই সূর্যোদয় দেখাও আগের থেকে হয়ে গেছে এখন আরও বেশি আকর্ষণীয়। জিটিএ এর ব্যবস্থাপনায় সুন্দরভাবে দেখতে পাবেন এই সূর্যোদয়।

Advertisements

এক প্রান্ত থেকে অপর প্রান্তে চওড়াভাবে যে সূর্যোদয় দেখা যায় তার সঙ্গে যেন আলাদাই আবেগ জড়িয়ে থাকে। এই সুন্দর দৃশ্য দেখার জন্যই পর্যটকরা দার্জিলিঙে (Darjeeling Tour) যেতে চায়। দার্জিলিং শৈল শহর এমনিতেই ছবির মত সুন্দর তার ওপর যদি এই বাড়তি পাওনা পাওয়া যায় তাহলে তো কথাই নেই। পর্যটকদের কাছে দার্জিলিং ভ্রমণ হয়ে উঠতে চলেছে আরও বেশি আকর্ষণীয়। জিটিএ’‌র পর্যটন দফতর এবার পরিকল্পনা করছে অত্যাধুনিক ব্যবস্থা করে সূর্যোদয়ের ২৭০ ডিগ্রি ভিউ তৈরি করতে। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রচুর ছুটি রয়েছে তাই আশা করা যাচ্ছে পর্যটকরা এই স্বল্প সময়ের ছুটিতে ভিড় জমাতে পারে শৈল শহর দার্জিলিংয়ে। পাহাড়ের অর্থনীতি অনেকটাই নির্ভর করছে পর্যটকদের ওপর।

Advertisements

আপনারা অনেকেই জানেন যে, দার্জিলিংয়ে (Darjeeling Tour) একাধিক সূর্যোদয় দেখার ভিউ পয়েন্ট রয়েছে। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে সূর্যোদয়ের আকর্ষণীয় ভিউ দেখার জন্যই পর্যটকরা বারবার ছুটে যেতে চায় দার্জিলিঙে। জিটিএ’‌র পর্যটন দফতর এমন ব্যবস্থা করে দেবে পর্যটকদের জন্য যাতে সূর্যোদয়ের ভিউর ব্যাপ্তি সীমিত নয়। এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখা যাবে চওড়া, সূর্যোদয়ের ভিউ, যেটাকে ‘‌প্যানোরামিক সানরাইজ ভিউ’‌ বলা হচ্ছে। জিটিএ’‌র পর্যটন দফতরের এক্সিকিউটিভ সদস্য নর্ডেন শেরপা এই বিষয়ে বলেছেন যে, টাইগার হিল থেকে যাতে সূর্যোদয়ের নতুন রূপ দেখা যায় সেই ব্যবস্থাই করছে তারা। যেখান থেকে ২৭০ ডিগ্রি ভিউতে দেখা যাবে সূর্যোদয়। পাশাপাশি পর্যটকদের জন্য থাকবে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, ধ্যান করার ব্যবস্থা, টেলিস্কোপে দৃশ্য দর্শন এবং রিক্রিয়েশন রুম।

Advertisements

আরো পড়ুন: পুজোর অল্পদিনের ছুটিতে ঘুরে আসুন নর্থ বেঙ্গলের এই জায়গা থেকে, আশা করি মন্দ লাগবে না

খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পর্যটকদের মধ্যে। আশা করা যাচ্ছে দুর্গাপুজোতে স্বাভাবিকভাবে ঢল নামতে পারে পর্যটকদের। এই বিষয়ে নর্ডেন শেরপা বলেছেন যে, সমীক্ষা চালানোর পর দেখা গেছে এখানে চারতলা যে পরিকাঠামো আছে তা প্রচণ্ড ঝড়ে কাঁপে। সেই কারণে পর্যটকদের কথা মাথায় রেখে পরিকাঠামোকে আরো অত্যাধুনিক করা হচ্ছে। পর্যটকরা এখানে এসে সূর্যোদয়ের মনোরম দৃশ্য দেখবেন এবং সাথে সাথে উপভোগ করবেন ক্যাফেটেরিয়া এবং রেস্তোরাঁর মনোরম পরিবেশ।

দার্জিলিং সফর (Darjeeling Tour) পর্যটকদের কাছে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় ও মনোরম হতে চলেছে। দার্জিলিং কিন্তু পর্যটক নির্ভরশীল শহর, তাই পর্যটক টানতে নিত্যনতুন প্রচেষ্টা করতে হবে এই শহরকে।‌ এই বিষয়ে জিটিএ’‌র পর্যটন দফতরের এক্সিকিউটিভ সদস্য নর্ডেন শেরপা কথায়, পর্যটকরা এই জায়গাটির সূর্যোদয় দেখার পরে সাতটার মধ্যে এখান থেকে ফিরে যান। এর সবথেকে বড় কারণ হলো যানজটের ভয়। কিন্তু এই নতুন ব্যবস্থাপনায় পর্যটকদের একঘণ্টা বা তার বেশি সময় ধরে আটকে রাখা যাবে। পাশাপাশি থাকতে কুড়িটি টেলিস্কোপের ব্যবস্থা। তার মাধ্যমে রাতের পাহাড়ও দেখতে পাবেন পর্যটকরা।

Advertisements