নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষদের সোনায় হাত দেওয়া ছ্যাকা লাগার মত হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন শুভ অনুষ্ঠানে অথবা প্রিয়জনদের উপহার দেওয়ার ক্ষেত্রে সোনা (Gold) এবং সোনার অলংকার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলেও তা এখন তালিকা থেকে বাদ দিচ্ছেন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা।
আবার সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যেও সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রাম্য এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। কেননা সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার ফলে গ্রাম্য এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের এখন মাছি তাড়তে হচ্ছে। তবে জানেন কি, এমন পরিস্থিতিতেও কলকাতার থেকে ভারতেরই এক শহরে সোনার দাম ৪৬৫ টাকা কম। ওই শহরেই দেশের মধ্যে সবচেয়ে সস্তায় মিলছে সোনা।
৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬:১০ মিনিটের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আমেদাবাদে ৭৩ হাজার ২৯৫ টাকা, অমৃতসরে দাম ৭৩ হাজার ১০০ টাকা, বেঙ্গালুরুতে দাম ৭৩ হাজার ২৩৫ টাকা, ভোপালে দাম পড়ছে ৭২ হাজার ৬২০ টাকা, চেন্নাইয়ে দাম পড়ছে ৭৩ হাজার ২১০ টাকা, কোয়েম্বাটুরে দাম পড়ছে ৭৩ হাজার ২৩০ টাকা, দিল্লিতে দাম পড়ছে ৭২ হাজার ৯৫৫ টাকা, ফরিদাবাদে দাম পড়ছে ৭২ হাজার ৮৩৫ টাকা।
এছাড়াও গুরগাঁওয়ে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম এখন ৭২ হাজার ৭৮৫ টাকা, হায়দ্রাবাদে দাম ৭৩ হাজার ২১৫ টাকা, জয়পুরে দাম ৭৩ হাজার ১৭০ টাকা, কানপুরে দাম ৭২ হাজার ৬২৫ টাকা, কোচিতে দাম ৭৩ হাজার ২১৫ টাকা, কলকাতায় দাম ৭৩ হাজার ৮৫ টাকা, লখনৌয়ে দাম ৭২ হাজার ৬৩৫ টাকা, মাদুরাইয়ে দাম পড়বে ৭৩ হাজার ২০০ টাকা, মেরুটে দাম পড়ছে ৭২ হাজার ৬৪৫ টাকা, মুম্বাইয়ে দাম পড়ছে ৭৩ হাজার ৩০ টাকা এবং বিশাখাপত্তনমে নামে দাম পড়ছে ৭৩ হাজার ১৯০ টাকা।
ভারতের বিভিন্ন শহরে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামের তারতম্য অনুযায়ী সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যাচ্ছে ভোপালে। যেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৬২০ টাকা। এদিকে কলকাতায় এখন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হলো ৭৩ হাজার ৮৫ টাকা। সুতরাং কলকাতার থেকে ভারতেরই ভোপালে ৪৬৫ টাকা কমে পাওয়া যাবে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা।