Gold Price: শুধু কর ছাড় নয়, সোনার দামে চালু হচ্ছে নতুন নিয়মও! হুড়মুড়িয়ে কমবে দাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বহু মূল্যবান যে সকল ধাতু রয়েছে তার মধ্যে অন্যতম হলো সোনা। সোনার গুরুত্ব বিশ্বের সমস্ত দেশেই অপরিসীম। ঠিক সেই রকমই ভারতীয় সোনার গুরুত্ব অপরিসীম এবং সোনার প্রতি ভারতীয়দের ঝোঁক অনেকটাই বেশি। কিন্তু এই হলুদ ধাতুর দাম যেভাবে দিন দিন মাথাচাড়া দিতে দেখা যায় তাতে হাত দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে এবার সোনার দামের (Gold Price) ক্ষেত্রে আরও বদল আসতে চলেছে।

Advertisements

সোনার দাম কমানোর জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় বাজেটে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়। আমদানি শুল্ক কমানোর ঘোষণার পর থেকেই সোনার দাম অনেকটাই কমতে দেখা যায়। তবে এখানেই শেষ নয়, কেননা আগস্ট থেকে আরও একটি নতুন নিয়ম চালু হতে চলেছে, আর সেই নতুন নিয়মের হাত ধরে সোনার দাম আরো অনেকটাই কমবে আশা করা হচ্ছে।

Advertisements

ব্যবসায়িক থেকে শুরু করে বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগস্ট মাসেই হুড়মুড়িয়ে সোনার দাম কমতে পারে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারত জুড়ে। এর পিছনে রয়েছে একটি নতুন নিয়ম। সোনার দরের ক্ষেত্রে যে নিয়ম এখন কার্যকর রয়েছে তা হলো, পশ্চিমবঙ্গে সোনার দাম একরকম, বিহার, ঝাড়খন্ডে আরেকরকম, অন্যান্য রাজ্যগুলিতে এক এক রকম। খুব বেশি হেরফের না হলেও দামে তফাৎ লক্ষ্য করা যায়।

Advertisements

আরও পড়ুন ? Golden Colour Tortoise: সোনার মতো রং, হলুদের পর এবার মাছ ধরতে গিয়ে উঠলো গোল্ডেন রঙের কচ্ছপ

কিন্তু এবার পুরাতন এই নিয়ম বদল করে আগস্ট মাস থেকে চালু হতে চলেছে ‘এক দেশ এক রেট’ নীতি। নতুন এই নীতি লাগু হওয়ার ফলে সোনার দামের ক্ষেত্রে আরো পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। একদিকে কেন্দ্র সরকারের ঘোষণা, অন্যদিকে নতুন নীতি এসবের ফলে সোনার দাম অনেকটাই কম লক্ষ্য করা যাবে বলেই আশা করা হচ্ছে। স্বর্ণ শিল্প বাঁচাও সমিতির তরফ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে একই রকম সোনার দামের বিষয়ে সমস্ত স্টক হোল্ডাররা একমত প্রকাশ করেছেন এবং তা আগস্ট মাস থেকেই চালু হয়ে যাবে

নতুন যে নিয়ম চালু হতে চলেছে তা গোটা দেশের মধ্যে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের হাত ধরেই হবে বলে দাবি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্টক হোল্ডার থেকে শুরু করে মোটামুটি সকলেই নতুন এই নিয়মের বিষয়ে সম্মতি দিয়েছেন এবং সম্মতি দেওয়ার পাশাপাশি নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে সবার সুবিধা হবে বলেই তারা আশাবাদী।

Advertisements