Golden Hour Scheme: দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে কেন্দ্রের নতুন প্রকল্প, মিলবে দেড় লক্ষ টাকার কভারেজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Golden Hour Scheme is the new scheme of central government to save lives in accidents: বিপদ কাউকে বলে কয়ে আসেনা। তাই আগে থেকে তার জন্য তৈরি থাকা সম্ভব নয়। তবে এখন থেকে দুর্ঘটনায় আহতরা বিনা চিকিৎসায় মারা যাবেন না। অভাবের কারণে মৃত্যু হবে না কোন দুর্ঘটনা গ্রস্থ মানুষের। এই সমস্যা মেটানোর জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এমন একটি বীমা প্রকল্প (Golden Hour Scheme) যা অসহায় দুর্ঘটনা গ্রস্থ মানুষদের পাশে দাঁড়াবে। এই বীমা প্রকল্পের আওতায় থাকা মানুষেরা দুর্ঘটনার কবলে পড়লে অনেক টাকা আর্থিক সাহায্য পেতে পারেন। যাতে তিনি অন্তত তার প্রাথমিক চিকিৎসার কাজ বিনামূল্যে করাতে পারেন।

Advertisements

দুর্ঘটনা গ্রস্থ মানুষদের বাঁচাতে তৎপর মোদি সরকার। তথ্যসূত্রে জানা গেছে, লোকসভা ভোটের আগে তিনি নিয়ে আসতে চলেছেন গোল্ডেন আওয়ার স্কিম নামে এমন এক বীমা প্রকল্প (Golden Hour Scheme) যেখানে বিনামূল্যে দেড় লাখ টাকা অব্দি চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ নাগরিক তথা দুর্ঘটনা গ্রস্থ ব্যক্তি। তবে এই সুযোগ পাবার জন্য দুর্ঘটনা ঘটার ৭ থেকে ৮ দিনের মধ্যেই হাসপাতালে যোগাযোগ করতে হবে ওই ব্যক্তিকে।

Advertisements

পথ দুর্ঘটনায় আহত কোন ব্যক্তিকে বাঁচাতে গেলে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করা প্রয়োজন। দুর্ঘটনার ঘটার পরবর্তী এক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। ডাক্তারি ভাষায় একেই বলে “গোল্ডেন আওয়ার”। এই সময়টির কথা মনে রেখেই নতুন এই কেন্দ্রীয় প্রকল্প টির নামকরণ করা হয়েছে গোল্ডেন আওয়ার স্কিম (Golden Hour Scheme)। তথ্যসূত্রে জানা গেছে, মোদি সরকারের এই নতুন প্রকল্পের জন্য এক বিমা কোম্পানি ১০০ কোটি টাকা আর্থিক সাহায্য করবে। আপাতত হরিয়ানা ও চন্ডিগড়ে এই প্রকল্প চালু করা হবে।

Advertisements

আরও পড়ুন ? Government Job: মাসে মাসে মিলবে ৩০ হাজার, ১২ পাশ করলেই চাকরি সুযোগ দিচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত হাসপাতাল গুলিতেই নতুন এই গোল্ডেন আওয়ার স্কিমের (Golden Hour Scheme) সুবিধা পাবে সাধারণ মানুষ। তিনি আরো বলেন ২০২২ সালে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১.৬৮ লাখ। এই সংখ্যাটাকে কমানোর জন্যই নতুন এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে আরও অনেক হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত করার ইচ্ছা রয়েছে সরকারের। শুধু তাই নয় প্রয়োজনে নতুন এই গোল্ডেন আওয়ার স্কিমের টাকাও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী ৯৭ শতাংশ দুর্ঘটনার ক্ষেত্রে আহত পিছু খরচ হয় ৬০০০০ টাকা। মাত্র ৩ শতাংশ ব্যক্তিকে বেশি দিনের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে আপাতত গোল্ডেন আওয়ার স্কীমের (Golden Hour Scheme) জন্য মাথা পিছু ১৫০০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে শুধুমাত্র নতুন স্কিম নয় গাড়ির নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু নতুন ফিচারস বাধ্যতামূলকভাবে গাড়িতে যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ওভার স্পিড এলার্ট ইত্যাদি।

Advertisements