এবার স্যাট করে শিয়ালদা থেকে যাওয়া যাবে বালুরঘাট, রেল নিচ্ছে বড় পদক্ষেপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায়ই সব মানুষই চান এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার জন্য তারা যেন রেল পরিষেবার মত পরিষেবা পেয়ে থাকেন। এই চাহিদা বছরের পর বছর ধরে চলে আসার কারণেই আজ রেল পরিষেবা হয়ে উঠেছে ভারতের গণপরিবহনের মেরুদন্ড। তবে এখনো পর্যন্ত দেশের সব কোনায় রেল পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। দেশের সব কোনায় রেল পরিষেবা এখনো পৌঁছে দেওয়া সম্ভব না হলেও একটি রুটের জন্য সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)।

Advertisements

উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বৃহস্পতিবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এসেছিলেন। বালুরঘাট রেল স্টেশনের সিট ও পিক লাইন, স্টেশনের রার্নিং রুম সহ বিভিন্ন কাজ খতিয়ে দেখতে এদিন ছিল তার এই পরিদর্শন। এই পরিদর্শনে এসেই চেতন কুমার শ্রীবাস্তব বালুরঘাট থেকে শিয়ালদা (Balurghat Sealdah Train) রেল পরিষেবা চালু হওয়ার বিষয়ে সুখবর দিয়েছেন। সেই সুখবর অনুযায়ী এবার সরাসরি বালুরঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে বালুরঘাট ট্রেনে চড়ে যাতায়াত করা যাবে। এছাড়াও আরও তিনটি রুটের জন্য সুখবর দেওয়া হয়েছে।

Advertisements

জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই বালুরঘাটের সিট ও পিক লাইনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এইসব লাইনের কাজ শেষ হয়ে যাওয়ার পর বাকি ট্রেনগুলি চলাচল করবে। তবে তার আগেই নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই শুরু হয়ে যাবে শিয়ালদা পর্যন্ত সরাসরি ট্রেন। শিয়ালদা পর্যন্ত সরাসরি ট্রেন চালু হলেই সরাসরি এই দুটি স্টেশনের মধ্যে যাতায়াত করা যাবে। উপকৃত হবেন হাজার হাজার মানুষ।

Advertisements

চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, নতুন বছরে বালুরঘাট রেল স্টেশন থেকে চারটি ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। এই রেলপথের মাঝে বেশ কয়েকটি ব্রিজ পড়বে এবং সেই সকল ব্রিজ তৈরীর কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এছাড়াও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বালুরঘাট রেল স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে।

বালুরঘাট রেল স্টেশনে সিট এবং পিক লাইনের কাজ আনুমানিক দু’বছর ধরে চলছে। এই মুহূর্তে এই কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষের দিকে হওয়ার কারণেই পরিদর্শনে এসে সমস্ত বিষয় নিজের চোখে তদারকি করতে উপস্থিত হয়েছিলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisements