ATM থেকে যতবার খুশি টাকা তুললেও চার্জ লাগবে না SBI গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউন জারি হওয়ার পর থেকেই ব্যাঙ্কিং পরিষেবা বাড়িতে পৌঁছে দেওয়া ইত্যাদির মত একের পর এক জনদরদি প্রকল্প নিতে দেখা গিয়েছে ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। আর এবার লকডাউনের মেয়াদ বাড়ার সাথে সাথে আরও এক বড় পদক্ষেপ নিতে দেখা গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।

এটিএম থেকে নির্দিষ্ট সীমার বাইরে টাকা তোলার ক্ষেত্রে যে বাড়তি চার্জ দিতে হতো গ্রাহকদের থেকে সেই চার্জ এখন আর দিতে হবে না। অর্থাৎ বারবার টাকা তোলা বা অন্যান্য ট্রানজেকশন করার ক্ষেত্রে ব্যাঙ্ক যে বাড়তি চার্জ বসাতো তা আপাতত বসাবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন গুরুত্বপূর্ণ ঘোষণায় সরাসরি উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ গ্রাহক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সুখবর বৃহস্পতিবার ট্যুইট করে জানানো হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, “ব্যাঙ্কের সমস্ত এটিএম গ্রাহকদের জন্য সুখবর। এটিএমে ফ্রি ট্রানজেকশনের বাইরে ট্রানজেকশন করলে যে বাড়তি চার্জ বসানো হতো তা এখন বসানো হবে না। এই সুবিধা গ্রাহকদের জন্য ব্যাঙ্ক দিয়ে থাকবে আগামী ৩০ শে জুন পর্যন্ত।”

জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন আগামী ৩০ শে জুন পর্যন্ত এটিএম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। এটিএম থেকে গ্রাহকরা যতবার খুশি টাকা তুলতে পারবেন, আর তার জন্য ব্যাঙ্ক কোনো রকম বাড়তি চার্জ ধার্য করবে না। মূলত বর্তমান আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যাতে করে গ্রাহকরা ব্যাঙ্কের শাখাগুলিতে বেশি ভিড় না জমে।

পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরাই নন অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা তাদের এটিএম কার্ড দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। আর তার জন্য কোন রকম আলাদা চার্জ দিতে হবে না। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের প্রতিটি ব্যাঙ্কের গ্রাহকরাই এটিএমে ৫ থেকে ৮ টি ট্রানজেকশন করতে পারেন বিনামূল্যে। আর তারপরে ট্রানজেকশন করলেই কাটা হয় আলাদা চার্জ।