নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার (Indian Railways) উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। মেল, এক্সপ্রেস এবং দূরপাল্লার বিভিন্ন ট্রেনের পাশাপাশি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন লোকাল ট্রেনে (Local Train)। তবে এতদিন মেল, এক্সপ্রেস অথবা দূরপাল্লার অন্যান্য ট্রেনে এসি কোচের ব্যবস্থা থাকলেও এখন তা যুক্ত হচ্ছে লোকাল ট্রেনেও (AC Local Train)।
গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের শিয়ালদাহ ডিভিশনে লোকাল ট্রেনে এসি কামরা যুক্ত হয়। প্রথমে একটি এবং পরে আরও কয়েকটি মাতৃভূমি লোকাল লোকাল সহ কিছু লোকালে এসি কামরা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে একটি লোকাল ট্রেনে একটি প্রথম শ্রেণীর কোচ অর্থাৎ এসি কোচ থাকলে নানান সমস্যায় পড়তে হতে পারেন সাধারণ যাত্রীরা বলেও দাবি করা হচ্ছে।
সমস্যা বলতে ধরপাকড়! কেননা ট্রেনে চড়ার সময় কেউ যদি ভুল করে প্রথম শ্রেণীর কামরায় উঠে পড়েন তাহলে তাকে জরিমানা দিতে হবে। এছাড়াও ভাড়া নিয়েও যাত্রীদের মধ্যে নানান দ্বিমত রয়েছে। সেই দ্বিমতের ক্ষেত্রে অনেকেই ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। এইসব অসন্তোষ প্রকাশের মধ্যে এবার এসি লোকাল ট্রেন নিয়ে বড় আপডেট পাওয়া গেল। সূত্র মারফত নতুন এই আপডেট পাওয়া গিয়েছে।
আরও পড়ুন ? বন্দে ভারত-লোকাল ট্রেনের রেস! জিতেও হেরে গেল লোকাল! ভিডিও না দেখলে মিস
রেল সূত্রে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে আটটি এসি লোকাল ট্রেন পাওয়া যাবে। এইসব ট্রেনের ১২টি কোচ হবে বাতানুকূল। এই আটটি ট্রেন তিনটি জোনের জন্য অনুমোদন দিয়েছে রেল। যার মধ্যে দুটি পেতে চলেছে পূর্ব রেল, চারটি পাবে ওয়েস্টার্ন রেল এবং একটি পাবে সার্দান রেল। এসি লোকাল ট্রেনের রেওয়াজ মুম্বাইয়ে ভালোভাবেই রয়েছে এবং এখন তা অন্যান্য জায়গাতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে রেল।
এখন শিয়ালদা রুটের লোকাল ট্রেনে একটি কোচ এসি হলেও আগামী দিনে ১২ কোচের এসি লোকাল ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। শিয়ালদা ছাড়াও হাওড়া ডিভিশনেও এমন ট্রেন চলবে। মনে করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই এমন উপহার পেয়ে যাবেন রাজ্যের বাসিন্দারা। তবে এক্ষেত্রে ভাড়ার কি পার্থক্য হবে তা নিয়ে সংশয় রয়েছে।