PPF গ্রাহকদের জন্য সুখবর, অ্যাকাউন্ট এক্সটেন্ড করার সময়সীমা বাড়ালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম আবার সহজ করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়। সেইসময় গ্ৰাহকদের সুবিধার জন্য অ্যাকাউন্ট এক্সটেনশন বাড়িয়ে দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পিপিএফ অ্যাকাউন্ট এক্সটেন্ড করার জন্য আবেদন পত্র জমা দেওয়ার সেই সময়সীমাও আরও বাড়ানো হলো।

পিপিএফ গ্ৰাহকদের আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা লকডাউনের সময় পড়েছিল, তাঁরা এই সময় রেজিস্টার্ড ইমেল আইডি থেকে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যেসব অপারেটিং এজেন্সির মাধ্যমে পিপিএফ অ্যাকাউন্ট ব্যবহৃত হয় সেখানে পিপিএফ এক্সটেনশন ফর্মের আসল কপি জমা দেওয়া যাবে।

পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার সময়সীমা ১৫ বছর। এরপর ৫ বছর অন্তর অন্তর ১৫ বছর পর্যন্ত তা বাড়ানো যায়। এই ফান্ডে টাকা থাকুক বা না থাকুক অ্যাকাউন্ট সচল থাকবে। গ্ৰাহক ম্যাচিওরিটির পরেও যদি অ্যাকাউন্ট চালু রাখতে চান তবে তাকে ম্যাচিউরিটির ১ বছরের মধ্যে এইচ ফর্ম ফিলাপ করতে হবে। কিন্তু পিপিএফ খাতায় জমা হওয়া নতুন ডিপোজিট ইনকাম ট্যাক্সের ৮০ সি ধারায় কাটা হবে না।
যদি গ্ৰাহক অ্যাকাউন্ট বন্ধ না করেন বা ফর্ম জমা না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে ওই অ্যাকাউন্টে আর টাকা রাখা যাবে না। তবে যে অর্থ জমা থাকবে তাঁর সুদ পাওয়া যাবে।

আয়করের ৮০ সি ধারায় কর ছাড় পেতে পিপিএফে অর্থ জমা করার তারিখ ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এখন সারা বছরে পিপিএফে ১.৫০ লাখ পর্যন্ত টাকা জমা করা যাবে। সেই সঙ্গে ছাড় দেওয়া হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার নিয়মেও। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপকারে আসবে বলেই মনে করা হচ্ছে।