টাটার ৭৬৬ কোটি লক্ষ্মী লাভ! এরই মধ্যে আবার এসে গেল নতুন সুখবর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা তাদের রতন টাটার (Ratan Tata) স্বপ্নের গাড়ি টাটা ন্যানো (Tata Nano) তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই মতো তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে তাদের চুক্তিও হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললেও সেই সময়কালের বিরোধী রাজনৈতিক দল অনিচ্ছুক জমিদাতাদের সাথে নিয়ে এমন আন্দোলন তৈরি করে যে টাটা সিঙ্গুর থেকে পিছু হঁটতে বাধ্য হয়। তবে সেই ঘটনা ২০০৮ সালের হলেও তার পিছু ছাড়েনি ২০২৩।

Advertisements

১৫ বছর পর আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশে রীতিমত রাতারাতি লক্ষ্মী লাভ হয় টাটা মোটর্সের (Tata Motors)। সিঙ্গুরে টাটা গ্রুপ (Tata Group) তাদের কারখানা তৈরি করতে না পারার কারণে ক্ষতিপূরণ স্বরূপ ৭৬০ কোটি টাকা এবং এই টাকার সুদ হিসেবে আরও ৬ কোটি টাকা অর্থাৎ মোট ৭৬৬ কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যা বেলায় এমন নির্দেশের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তারপর থেকেই রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে আসে টাটা।

Advertisements

তবে জানলে অবাক হবেন, টাটা গোষ্ঠীর এমন লক্ষ্মী লাভের পরেও মঙ্গলবার তাদের কপালে আরও বড় লক্ষ্মী লাভ হয়ে গেল। আর সেই লক্ষ্মী লাভ হয় স্টক মার্কেটে। মঙ্গলবার বাজার খোলার পর টাটা মোটর্সের শেয়ার দু’শতাংশ বৃদ্ধি পায়। এরপর যখন বাজার ট্রেডিং শুরু হয় তখন এই শেয়ার আরও বৃদ্ধি পেতে শুরু করে। দিনের শেষে দেখা যায় তাদের সর্বোচ্চ শেয়ার ৬৪২ টাকা স্তরে উঠে যায়।

Advertisements

টাটা মোটর্সের শেয়ার মার্কেটের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৫২ সপ্তাহ অর্থাৎ এক বছরে সর্বোচ্চ শেয়ারের দাম উঠেছিল ৬৭৭ টাকা। সেই জায়গায় এদিন শেয়ারের দাম ওঠে ৬৪২ টাকা। বর্তমান বাজারে শেয়ারের দাম এতটা ওঠা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বেশ ইতিবাচক। সেদিন বেলা একটা পর্যন্ত এমন উচ্চমুখী শেয়ার মার্কেট দেখা যায় টাটা মোটর্সের ক্ষেত্রে। যদিও পরে কিছুটা নিম্নমুখী হয়।

টাটা মোটর্সের এমন লক্ষ্মী লাভের মাঝে রীতিমতো লক্ষ্মী লাভের সুযোগ পান বিনিয়োগকারিরাও। অন্ততপক্ষে এদিন বেলা একটা পর্যন্ত মার্কেটের যে অবস্থা ছিল তাতে এমনটাই বলা যায়। বিনিয়োগকারীদের পাশাপাশি টাটা গোষ্ঠীও রীতিমতো নতুন সুখবর এর মুখোমুখি হয়। যদিও টাটা মোটর্সকে যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তার বিরুদ্ধে যাওয়ারও পথ খোলা রয়েছে রাজ্য সরকারের।

Advertisements