দীঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সুখবর, নতুন করে সেজে উঠছে এই পার্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের যে সকল সমুদ্রতট রয়েছে তার মধ্যে অন্যতম হলো দীঘা (Digha)। বছরের বিভিন্ন সময় এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটে। সবচেয়ে বেশি যদি কোন জায়গার বাসিন্দাদের দিঘায় যেতে দেখা যায় তারা হলেন কলকাতার বাসিন্দা। দুদিনের ছুটি পেলেই তারা দীঘা, মন্দারমনির মতো এলাকায় পৌঁছে যান।

Advertisements

মরশুম ছাড়াও বছরের বিভিন্ন সময় দীঘায় পর্যটকদের ঢালাও ভিড় চোখে পড়ে। এবার সেই সকল পর্যটকদের জন্য একটি সুখবর মিলল যারা দীঘা যাওয়ার জন্য পরিকল্পনা করছেন। কারণ এবার দীঘায় অমরাবতী পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ১০ লক্ষ টাকা ব্যয়ে এই পার্কের ভোল বদলে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।

Advertisements

এপ্রিল মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে যেতে পারেন। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই এই সকল সাজানো গোছানোর কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে ব্যস্ত প্রশাসন। সমুদ্র সৈকতকে ঢেলে সাজানোর পাশাপাশি পুরীর আদলে দীঘাতে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে অমরাবতী পার্কের যে ক্ষতি হয়েছিল তা সেরে ফেলার কাজও করা হবে।

Advertisements

ইতিমধ্যেই অমরাবতী পার্কের ভিতর নারায়ণ দেবনাথের বিভিন্ন কার্টুন চরিত্রের মূর্তি দিয়ে সাজানো হচ্ছে। পার্ক বসানো হবে হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেটের মূর্তি। এছাড়াও কাঠের যে সেতুটি ভেঙ্গে পড়েছিল সেই সেতুটি নতুন করে তৈরি করা হবে। এই সকল মেরামতি এবং সৌন্দর্যায়নের কাজের পাশাপাশি প্রযুক্তিগত দিক দিয়েও বেশ কিছু আধুনিকতার ছোঁয়া আনা হবে।

জানা যাচ্ছে ভবিষ্যতে এই পার্কে মিউজিক সিস্টেম বসানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আসন সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে যে জলাশয় রয়েছে তার চার ধারে যাতে পর্যটকরা এসে বসতে পারেন তার জন্য আসনের ব্যবস্থা করা হবে। সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং জলাশয়ের রাজহাঁসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

Advertisements