বন্দে ভারতে ছড়াছড়ি, হাওড়া আর একটি রুটে সেমি হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশের প্রায় প্রতিটি মানুষের কাছেই রেল পরিষেবা (Indian Railways) হলো লাইফ লাইন। এমন গুরুত্বপূর্ণ পরিসেবায় যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। সেই সকল পদক্ষেপের মধ্যে দেশের বিভিন্ন রুটে ছুটতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

দেশের বিভিন্ন বাংলা পাশাপাশি ইতিমধ্যেই বাংলায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ছুটছে একটি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী মাস কয়েকের মধ্যে হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে রাঁচি, হাওড়া থেকে বারাণসী সহ একাধিক রুটে বন্দে ভারত চালু করা হবে বলেই জানা যাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে আকাঙ্ক্ষিত এই ট্রেন বাংলার মানুষদের কাছে ছড়াছড়ি হয়ে দাঁড়াবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

যখন বাংলায় আরও তিন থেকে চারটি রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা একেবারে শেষের দিকে সেই সময় নতুন করে একটি রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেল রেল সূত্রে। নতুন যে রুটটির কথা জানা যাচ্ছে সেটি হল, হাওড়া থেকে ঝাড়সুগুড়া। এই রুটটিতে বন্দে ভারত চালানো যায় কিনা তা নিয়ে তদারকি শুরু করেছে ভারতীয় রেল।

হাওড়া থেকে ঝারসুগুড়া যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেটি চালানো হবে টাটানগর হয়ে। যদিবা এই ট্রেন চালু করা হয় তাহলে তা আপাতত সরাসরি করা হবে না বলে জানা যাচ্ছে রেল সূত্রে। এর পাশাপাশি পাটনা থেকে টাটানগর পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা যায় কিনা তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করছে ভারতীয় রেল।

চলতি বছর বাজেটে রেলের জন্য কেন্দ্রের তরফ থেকে ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিপুল পরিমাণ বরাদ্দ হওয়া এই টাকা দিয়েই আগামী দিনে রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করে সাজানোর পরিকল্পনা রয়েছে রেলের। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রুটে বন্দে ভারত চালানো নিয়ে শুরু হয়েছে ইন্সপেকশন।