দারুণ সুখবর, হাওড়া জলপাইগুড়ি বন্দে ভারত নিয়ে দুর্দান্ত পরিকল্পনা, বাড়বে সুবিধা

নিজস্ব প্রতিবেদন : দেশের একাধিক রুটে ভারতীয় রেলের (Indian Railways) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express) চলাচল করছে। পশ্চিমবঙ্গে (West Bengal) একাধিক রুটে অত্যাধুনিক এই ট্রেন চলাচল করার জন্য প্রস্তুতি চলছে। তবে একটি রুটে ইতিমধ্যেই চলছে বন্দে ভারত এক্সপ্রেস আর সেই রুটটি হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে তা নিয়ে রাজ্যের বাসিন্দাদের উৎসাহের খামতি নেই। প্রতিদিন এই ট্রেনের আপডেট থেকে শুরু করে বিভিন্ন খবরা-খবর নিতে দেখা যাচ্ছে যাত্রীদের। এসবের মধ্যেই রেলের তরফ থেকে এমন একটি সুখবর দেওয়া হল যা যাত্রীদের সুবিধা আরও বৃদ্ধি করবে।

বাংলার বুকে চলা একমাত্র বন্দে ভারত এক্সপ্রেস রুটে এবার গতি বৃদ্ধি করা হচ্ছে। এই মুহূর্তে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে যাতায়াত করতে সক্ষম। তবে এই গতিবেগ ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস এর গতিবেগ বৃদ্ধি করার জন্য যে সকল পরিকাঠামোর প্রয়োজন তা এবার সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার ডঃ জয়দীপ গুপ্তা। পরিদর্শন করে তিনি আশাবাদী আগামী দিন কয়েকের মধ্যেই এই রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটারে পৌঁছে যাবে।

এর পাশাপাশি রেল আশাবাদী এই রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের গতি ধাপে ধাপে বেড়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটারে পৌঁছে যাবে। ট্রেনের গতিবেগ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই গন্তব্যে পৌঁছানোর জন্য সময় আরও কম লাগবে। কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া মানেই যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাওয়া। এছাড়াও ওই থাকার সময়ে অন্য কোন ট্রেন চলাচল করার ক্ষেত্রেও সুবিধা বাড়বে রেলের।