মাটির তলা অতীত, এবার সমুদ্রের নিচে ছুটবে ট্রেন, দেখা যাবে সমুদ্রের তলদেশের সৌন্দর্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro) কাজ যখন শুরু হয় তখন সবার মধ্যেই কৌতুহল ছিল গঙ্গার নিচে দিয়ে যাওয়া মেট্রো নিয়ে। কেননা তখন অনেকেই ভাবতেন, হয়তো এমনভাবে এই মেট্রো লাইন তৈরি করা হবে যাতে করে মেট্রো সফরের সময় গঙ্গার তলদেশ দেখা যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বাস্তবে দেখা গিয়েছে গঙ্গার তলদেশ থেকে ৩০ মিটার নিচে অর্থাৎ মাটির ভিতর তৈরি করা হয়েছে এই টানেল এবং তার ভিতর দিয়েই ছুটবে মেট্রো। ফলে গঙ্গার তলদেশের দৃশ্য দেখা যাবে না।

Advertisements

কিন্তু এবার এমন একটি রেল পথ চালু হতে চলেছে যেটি মাটির তল দিয়ে নয় বরং সমুদ্রের নিচে ছুটবে। সমুদ্রের নিচে জলের তলায় তৈরি হবে টানেল। এমনকি সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে এই রেল পথ দিয়ে সফল করার সময় যাত্রীরা সমুদ্রের তলদেশের দৃশ্য দেখতে পাবেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই নতুন এই রেলপথ নিয়ে শুরু হয়েছে কৌতূহল। কোথায় তৈরি হবে এমন রেলপথ?

Advertisements

আসলে এই রেলপথ আন্তর্জাতিক রেলপথ হতে চলেছে। সংযুক্ত আরব আমির শাহির দুবাইকে ভারতের মুম্বাইয়ের (Dubai Mumbai Railway Project) সঙ্গে জুড়ে দেওয়ার জন্য এই রেলপথ তৈরি করা হবে। দুই শহরের মধ্যে ১২ হাজার মাইল অর্থাৎ ২০০০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে এবং এই যে প্রকল্প হতে চলেছে তা আগে কখনো হয়নি। এই রেলপথ কেবলমাত্র যাত্রী পরিবহনের জন্য নয়, বরং তৈরি হবে পণ্য, জল এবং তেল সরবরাহ করার জন্য।

Advertisements

দুবাই থেকে মুম্বাই আন্ডারওয়াটার ট্রেন প্রকল্প আজকের নয়। ২০১৮ সালেই এই রেলপথ নির্মাণের বিষয়টি প্রথম সামনে আসে। তবে তখন তা ছিল কেবলমাত্র একটি ধারণা। তবে এখন সংযুক্ত আরব আমিরশাহী সরকার এই বিষয়ে বড় পদক্ষেপ নিতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীর জাতীয় উপদেষ্টা ব্যুরো রেলওয়ের জন্য এবং ট্রেনের জন্য যে ধরনের যা প্রয়োজন হবে তা নিয়ে একটি ব্লুপ্রিন্ট তৈরি করছে।

রেলপথের মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের যোগাযোগ তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা ভারতে প্রথম নয়। এর আগেও বেশ কিছু দেশ এই ধরনের কাজ করেছে। এই ধরনের একটি ট্রেন এবং রেলপথ ব্রিটিশ যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত করেছে। এই রেলপথ বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত আন্ডারওয়াটার রেলপথ টানেল। তবে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের যে আন্ডারওয়াটার রেলপথ রয়েছে তার থেকে দুবাই এবং মুম্বাইয়ের রেলপথ হবে আলাদা। দুবাই এবং মুম্বাইয়ের রেলপথ হবে আরও উন্নত প্রযুক্তির এবং যাত্রীরা সমুদ্রের তলদেশের সৌন্দর্য দেখতে পাবেন বলে জানা যাচ্ছে।

Advertisements