তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস আসছে বাংলায়, রুট জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের যুগান্তকারী পথ চলা হল বন্দে ভারত এক্সপ্রেসের হাত দিয়ে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করেছে। তবে এখনো বহু রুট অপেক্ষায় রয়েছে এমন অভিনব এমন একটি ট্রেনের অপেক্ষায়। দীর্ঘ সেই অপেক্ষা ধাপে ধাপে পূরণ করছে ভারতীয় রেল।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে বাংলার জন্য একটি ট্রেন চালু করা হয়েছে। আরও একটি ট্রেন চালু করা হবে হাওড়া থেকে পুরীর জন্য। তবে এসবের মাঝেই জানা গেল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। তৃতীয় এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে যাতায়াত করবে তা সম্পর্কেও ইঙ্গিত মিলেছে রেলের তরফে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ কুমার সিং শুক্রবার রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে জানান, নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে একটি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি চালু হওয়ার ফলে সুবিধা পাবেন সাত রাজ্যের বাসিন্দারা।

কবে এই নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে তা সম্পর্কে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ কুমার সিং জানিয়েছেন, চলতি বছরেই নতুন এই ট্রেনটি গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাতায়াত শুরু করবে এমনই আশা করা হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক মানের রেলস্টেশন হিসাবে সাজানো হবে রংপো ও নিউ কোচবিহার রেল স্টেশনকে।

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের রুট হিসাবে আগেই বেছে নেওয়া হয়েছিল। কিন্তু হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর অনুমতি মিললেও গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ির অনুমতি পাওয়া যায়নি। ট্র্যাকের সমস্যার কারণে এমন অনুমতি দেওয়া হয়নি। তবে তা সমাধান করে বন্দে ভারত চালুর পরিকল্পনা করা হচ্ছে।