এবার এক ট্রেনেই স্যাট করে দিঘা! সিউড়ির বাসিন্দাদের সুখবর দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশ থেকেও পর্যটকদের আগমন ঘটে পূর্ব মেদিনীপুরের দীঘায় (Digha)। মূলত টানা ১-২ দিনের জন্য ছুটি পেলেই দীঘার এই সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি ভিড় জমাতে দেখা যায় ভ্রমণপিপাসু বাঙালিদের। ভ্রমণপিপাসু বাঙ্গালীদের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটলেও যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু খামতি রয়েছে বলে অভিযোগ ওঠে বারবার। এবার সেই খামতি টানতে বীরভূমের সিউড়ির (Siuri) বাসিন্দাদের জন্য সুখবর দিল রেল।

Advertisements

বীরভূমের সিউড়ি অথবা অন্যান্য এলাকা থেকে ট্রেনে চড়ে দীঘা যাওয়ার জন্য পর্যটকদের সচরাচর প্রথমে হাওড়া যেতে দেখা যায় এবং সেখান থেকে ট্রেন ধরে দীঘা পৌঁছাতে দেখা যায়। কিন্তু এবার আর এইভাবে ঘুরে যাওয়ার প্রয়োজন নেই। কেননা এবার এক ট্রেনেই স্যাট করে দীঘা পৌঁছানোর জন্য রেলের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হলো। রেলের এই নতুন ব্যবস্থাই বহু মানুষ উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

সম্প্রতি রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৪১৭/১৩৪১৮ দীঘা মালদা টাউন এক্সপ্রেস দেবে সিউড়ি রেল স্টেশনে। রেলের তরফ থেকে ২৫ সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিউড়ি রেলস্টেশনে দীঘা মালদা এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও স্টপেজ দেবে ১৩৪০৩/১৩৪০৪ রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস।

Advertisements

১৩৪১৭ দীঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১১:৫৫ মিনিটে দীঘা স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন অর্থাৎ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে মালদা টাউন স্টেশন পৌঁছায়। ১৩৪১৮ মালদা টাউন দীঘা এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে মালদা স্টেশন থেকে ছাড়ে এবং দীঘা পৌঁছায় বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে। এক্ষেত্রে সরাসরি একই দিনে সিউড়ি রেলস্টেশন অথবা রামপুরহাট রেল স্টেশন থেকে এই ট্রেনে চড়ে বীরভূমের বাসিন্দারা দীঘা পৌঁছাতে পারবেন।

দীঘা মালদা টাউন এক্সপ্রেস, রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ছাড়াও পানাগর স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, রাক্সাউল হাওড়া মিথিলা এক্সপ্রেস, কোটশিলা স্টেশনে স্টপেজ দেবে দুমকা রাঁচি এক্সপ্রেস, বারাভূম স্টেশনে স্টপেজ দেবে টাটা আরা এক্সপ্রেস এবং টাটানগর কাটিহার এক্সপ্রেস।

Advertisements