নিজস্ব প্রতিবেদন : প্রতি বছরই গুগলের বেশ কিছু পরিষেবা বাজার থেকে উঠে যায়, যার মধ্যে কিছু থাকে নতুন ও কিছু পুরোনো। মূলত বাজারে নতুন নতুন টেকনোলজি আসায় সেইসব পরিষেবার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় সেই পরিষেবাগুলিকে বাজার থেকে তুলে নেয় গুগল। ২০১৯-এও দেখা গেছে গুগল ২৩ টি পরিষেবা বাজার থেকে তুলে নেওয়া হয় বা নিতে চলেছে।
আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি
১. ২০১৫ সালে গুগল ‘Inbox by Gmail’ নামের একটি অ্যাপলিকেশন পরীক্ষামূলক ভাবে বাজারে চালু করে যার ব্যবহার ছিল ‘Gmail’ এর মতনই, তবে এতে নতুন কিছু সুবিধা যোগ করা হয়। পরবর্তীকালে ‘Gmail’ এও সেইসকল সুবিধা দেওয়া হলে এই অ্যাপলিকেশনটির বাজারদর হারায়। ২০১৯ সালে এটি বাজার থেকে তুলে নেওয়া হয়।
২. ২০১১ সালে ফেসবুকের বিপরীতে ‘Google plus’ নামের একটি সোশ্যাল মিডিয়া চালু করে গুগল, কিন্তু কম মানুষ ব্যবহার করায় ২০১৯ সালে এটি বাজার থেকে তুলে নেয় গুগল।
৩. ২০০৯ সালে গুগল ‘Google URL Shortner’ নামে অ্যাপলিকেশন চালু করে যা বড়ো URL লিঙ্কগুলোকে ছোট করার কাজে ব্যবহার করা হতো, যাতে তা সহজেই শেয়ার করা যায়। কিন্তু এই বছরেই সেটিকে বাজার থেকে তুলে নিয়েছে গুগল।
৪. হোয়াটসঅ্যাপের বিপরীতে গুগলের তরফ থেকে একটি ম্যাসেজিং অ্যাপলিকেশন চালু করা হয় ২০১৬ সালে। যার নাম ছিল ‘Google Allo’। কিন্তু মাত্র তিন বছরেই ২০১৯ সালে এটি বন্ধ করে গুগল।
৫. ‘Chromecast Audio’ দাম্পত্য নামে একটি যন্ত্র ২০১৫ সালে বাজারে আনে গুগল। যার সাহায্যে ব্যক্তি যেকোনো স্পিকার বা ডিভাইসের মাধ্যমে অডিও স্ট্রিমিং করতে পারতো। কিন্তু এই বছরেই এই প্রোডাক্টটি বাজার থেকে তুলে নেয় গুগল।
৬. ২০১৫ সালে গুগল লাইভ এবং রেকর্ড করা গেমিং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ‘YouTube Gaming’ অ্যাপলিকেশনটি বাজারে আনে। কিন্তু এটিও সেভাবে মানুষের কাছে পৌঁছাতে না পারায় এটিকে এইবছর বন্ধ করে দেয় গুগল।
৭. বিভিন্ন স্থানীয় পরিষেবার সাথে মানুষের যোগাযোগ স্থাপনের জন্য ২০১৭ সালে গুগল বাজারে আনে ‘AREO’। মাত্র ২ বছরে এটিও বন্ধ হয়ে যায়।
৮. ইউটিউবে ভিডিও শেয়ার এবং চ্যাটের জন্য গুগল ২০১৭ সালে বাজারে আনে ‘YouTube Massages’। এই পরিষেবাও এই বছর বন্ধ করে গুগল।
৯. ২০১৮ সালের ‘Dragonfly’ গুগল কোম্পানির একটি সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হতো, যা বিশেষত চীনের জন্য তৈরি করা হয়। এটি এক বছরের মধ্যেই বন্ধ হয়।
১০. ২০১৬ সালে গুগল ‘Google Trips’ নামে একটি অ্যাপলিকেশন বাজারে আনে। যার সাহায্যে কোথাও ঘুরতে যাওয়ার হলে মানুষের প্ল্যানিংয়ের সুবিধা হয়। কিন্তু এইবছর এটিও বাজার থেকে তুলে নেয় গুগল।
১১. ২০১৭ সালে গুগল ‘Datally’ নামের একটি অ্যাপলিকেশন বাজারে আনে, যাতে মানুষের নিজের মোবাইলের ডাটা বাঁচাতে সাহায্য করে। এটিও ২০১৯-এ বাজার থেকে তুলে নেওয়া হয়।
১২. ২০১৮ সালে ‘Google Bulletin’ গুগল নামে একটি পরিষেবা চালু করে। যার সাহায্যে ব্যক্তি কোনো সংবাদ শেয়ার করতে একই অঞ্চলের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হতো। মাত্র এক বছরে ২০১৯ সালে এই পরিষেবাও বন্ধ হয়ে যায়।
এছাড়াও যেসব প্রোডাক্ট গুগল বাজার থেকে তুলে নিয়েছে এই বছর সেগুলি হলো – Google Daydream (২০১৬-২০১৯), Google Clips (২০১৭-২০১৯), Blog Compass (২০১৮-২০১৯), Google Cloud Massaging (২০১২-২০১৯), Google Spotlight Stories (২০১৩-২০১৯), Google Jump (২০১৫-২০১৯), G Suit Training (২০১৩-২০১৯), Follow Your World (২০১১-২০১৯), Google Fusion Tables (২০০৯-২০১৯), Google Translator Toolkit (২০০৯-২০১৯), Google Collerate (২০১১-২০১৯)।