Google New Feature: নতুন ফিচার আনলো গুগল, ফোন চুরি করে পার পাবে না চোর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Google New Feature: আধুনিক যুগে স্মার্টফোন ছাড়া একদিনও কাটানো অসম্ভব। বিনোদনের কাজ থেকে শুরু করে নানারকম গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও কিন্তু স্মার্টফোন অপরিহার্য। তবে আপনার স্মার্টফোন কতটা উন্নত সে বিষয়ে আদৌ কি কোন ধারনা আছে আপনার? নিজের ফোনকে সুরক্ষিত রাখার জন্য কোন প্রচেষ্টা করেন কি আপনি?

Advertisements

বর্তমানে ব্যক্তিগত স্পর্শকাতর তথ্যও জমা থাকে সাধের অ্যান্ড্রয়েড ফোনে। তাই অ্যান্ড্রয়েড ফোন হাতিয়ে নেওয়া চোরেদের পক্ষে এমন কোন কঠিন কাজ নয়। একবার চোরেদের হাতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চলে আসলে খুব সহজেই ব্যক্তিগত জিনিস পাবলিক হয়ে যাবে। এই পরিস্থিতির হাত থেকে নিজেকে বাঁচাতে এবং নিজের ব্যক্তিগত তথ্য ফোনে সুরক্ষিত রাখতে সাহায্য করবে গুগল (Google New Feature)। সেই কারণে ফোন চুরি ঠেকাতে ‘থেফট ডিটেকশন লক’ নামের একটি নয়ুন ফিচার্স এনেছে।

Advertisements

বিশ্বের এক নাম্বার এই সার্চ ইঞ্জিন এক অভিনব ফিচার (Google New Feature) আনতে চলেছে সাধারণ মানুষের জন্য। যদি আপনার ফোনেও এই ফিচারটি অন থাকে, তাহলে কোনও অ্যাপ খুলতে গেলে বায়োমেট্রিক পরিচয় দিতে বাধ্য করবে গুগল ক্রোম। এরকমই পরিকল্পনা করেছে গুগল। ধরুন আপনার সাধের স্মার্টফোন কোনোভাবে যদি চোর বাবাজি নিয়ে নেয় এবং আপনার পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, সেক্ষেত্রেও বিশেষ লাভ করতে পারবে না। আপনার স্পর্শকাতর অ্যাপগুলোর নাগাল এত সহজে পাবে না চোর বাবাজি। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

Advertisements

আরো পড়ুন: টেসলা আনতে চলেছে পাই ফোন: স্মার্টফোনের জগতে বিপ্লব আনবে এই ফোন

গুগল এই নয়া ফিচার অ্যান্ড্রয়েডে এনেছে অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই। যদি আপনার ফোনে এই ফিচারটি সক্রিয় থাকে তাহলে কোনও অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে বাধ্য করা হবে। ধরুন সাধারণভাবে আপনি যখন কোন অ্যাপ খুলছেন তখন তাতে প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। ফিচারটি (Google New Feature) সম্পর্কে গত সপ্তাহেই ঘোষণা করেছে গুগল।

নয়া এই ফিচারটি এখানেই শেষ হচ্ছে না, যদি আপনার ফোন চোর হাতিয়ে নিয়ে যায়, তাহলেও এই ফিচার আপনাকে সাহায্য করবে। ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে আপনার স্মার্টফোন যদি একবার বুঝে যায় যে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয় ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে। এক্ষেত্রে ফোনটি আর কোনভাবেই চোর খুলতে পারবে না। গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। ইউজাররা স্বস্তি পাবেন এবং চোরদের কঠিন সময় আসতে চলেছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফিচারটির মাধ্যমেই।

Advertisements