পুজোয় করোনা আর কনটেইনমেন্ট জোন নিয়ে চিন্তা, মুশকিল আসানে হাজির Google

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও পশ্চিমবঙ্গের গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসবের আগে এইভাবে সংক্রমণ বৃদ্ধি রীতিমতো চিন্তায় ফেলেছে সকলকে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে পুজো করার অনুমতি দেওয়া হলেও নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে কনটেইনমেন্ট জোন (Containment Zone) এলাকায় থাকছে কড়া বিধি-নিষেধ। কিন্তু উৎসবের আনন্দে সহজে কনটেইনমেন্ট জোনের চিন্তা দূর করবেন কিভাবে?

Advertisements

আর এই মুশকিল আসানে হাজির Google। সহজে কনটেইনমেন্ট জোনের চিন্তা দূর তারা। তারা তাদের ম্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার নিকটবর্তী কোন কোন জায়গায় বর্তমানে কনটেইনমেন্ট জোন রয়েছে। এর জন্য Google তাদের ম্যাপে নতুন ফিচার যুক্ত করেছে। যার মাধ্যমে সহজে Google ম্যাপ খুললেই জানতে পারবেন আপনার নিকটবর্তী কোথায় কোথায় রয়েছে কনটেইনমেন্ট জোন এবং সেই সকল জায়গায় এড়িয়ে যাওয়ার সহজ উপায়। তবে এমনটা সহজে দেখার জন্য আপনাকে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

Advertisements

১) আপনাকে প্রথমেই যেটা করতে হবে তা হল Google প্লে স্টোর থেকে পুরাতন ভার্সনের Google ম্যাপটিকে আপডেট করে নিতে হবে।

Advertisements

২) এরপর Google ম্যাপ অ্যাপটি খুলে ম্যাপের ডান দিকে থাকা লেয়ার বটনে ক্লিক করতে হবে।

৩) সেই লেয়ারের মধ্যে রয়েছে ‘স্যাটেলাইট’, ‘ট্রাফিক’ ইত্যাদি অপশন। যেখানে নতুন অপশন হিসেবে যুক্ত করা হয়েছে ‘Covid-19 info’, যেটিকে বেছে নিতে হবে।

৪) এরপর ম্যাপের মধ্যে কনটেইনমেন্ট জোন চিহ্নিত জায়গাগুলি লক্ষ্য করা যাবে। এখন আপনি আপনার ইচ্ছেমত জুম করে সেগুলি দেখে নিতে পারবেন।

Google-এর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে এই সুবিধা দেশের সর্বত্র খুব তাড়াতাড়ি চালু হবে। আর তা খুব তাড়াতাড়ি চালু করার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এর মাধ্যমে সুস্পষ্ট এবং সঠিক তথ্য পাওয়া যাবে যেমনটা সরকারের তরফ থেকে প্রদান করা হবে।

Advertisements