হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে Find My Device-এ দুর্দান্ত, Google-র নয়া চমৎকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন (Smart Phone)। এই স্মার্টফোন মানুষের হাতে একটি নয় বরং একের বেশি করেও রয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই স্মার্টফোন হারিয়ে অথবা চুরি হয়ে যেতে দেখা যায়। হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়ার জন্য গুগলের (Google) রয়েছে Find My Device ফিচার।

Advertisements

Find My Device ফিচারের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনের লোকেশন জানা যায়। ২০২২ সালে এই ফিচারটি টিজ করে গুগল। তবে সম্প্রতি এই ফিচারে নতুন সংযোজন অর্থাৎ আপডেট আনা হচ্ছে গুগলের তরফ থেকে। গুগলের তরফ থেকে নতুন এই আপডেট আনার ফলে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে আরও সহজ হবে ব্যবহারকারীদের।

Advertisements

সম্প্রতির গুগলের তরফ থেকে তাদের এই ফিচারে যে পরিবর্তন আনা হচ্ছে তা কাজ করবে একেবারে অ্যাপেলের মত। বর্তমানে যে ফিচার রয়েছে তাতে যদি ফোনটির ডেটা অন না থাকে অথবা ওয়াইফাই পরিষেবার সঙ্গে যুক্ত না থাকে তাহলে খুঁজে পাওয়া যায় না। তবে নতুন ফিচার এলে ফোনটি সুইচ অফ থাকলেও তার লোকেশন খুঁজে পাওয়া যাবে।

Advertisements

নতুন এই যে ফিচারটি সংযুক্ত হচ্ছে তাকে বলা হয়ে থাকে Pixel Power Off Finder। হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে পরিবর্তন আনা হচ্ছে তার জন্য গুগলের তরফ থেকে বিরাট নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। Apple AirTags-এর ক্ষেত্রে যেমন অপশনাল সাপোর্ট বা UWB লোকেটর ট্যাগ থাকে, তেমনই Google-এরও নিজস্ব ট্যাগ কোডনেম ‘grogu’ তৈরি করা হচ্ছে।

hardware.google.bluetooth.power_off_finder নামে একটি সোর্স কোড যুক্ত হতে চলেছে। সেখান থেকেই কমেন্ট অনুযায়ী ডিভাইসের ব্লুটুথ চিপে প্রিকম্পিউটেড ফিঙ্গার নেটওয়ার্ক কিগুলি পাঠানো হবে। এমন পরিস্থিতিতে ফোন বন্ধ থাকলেও তা গুগলের কাছে থাকবে এবং ফোন খুঁজে পাওয়া সহজ হবে।

Advertisements