Google প্লে স্টোর থেকে উধাও Paytm

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বিপুল জনপ্রিয় অনলাইন ওয়ালেট এবং পেমেন্ট ব্যাঙ্ক সংস্থা Paytm এর অ্যাপ ছড়িয়ে দেওয়া হল Google প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে এই অ্যাপের উধাও হওয়ার ঘটনা শুক্রবার চোখে পড়ে। তারপরেই জোর জল্পনা শুরু হয় দেশজুড়ে। কিন্তু কেন এই অ্যাপকে প্লে স্টোর থেকে সরানো হলো?

Advertisements

কারণ হিসেবে এখনো পর্যন্ত Google অথবা Paytm সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে কোনরকম নির্দিষ্ট বিবৃতি দেওয়া না হলেও জানা গিয়েছে যে এই অ্যাপ Google যেসকল নীতি রয়েছে তার মধ্যে বেশকিছু নীতিকে লঙ্ঘন করেছে। যার পরিপ্রেক্ষিতে ওই অ্যাপটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে Google।

Advertisements

Paytm কে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি ব্লগ পোস্টে গুগুলের প্রোডাক্ট, অ্যানড্রয়েড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি শাখার ভাইস প্রেসিডেন্ট সুজানে ফ্রে জানিয়েছেন, “অনলাইন ক্যাসিনোর মত কোনও অনিয়ন্ত্রিত অ্যাপ আমাদের প্লে স্টোরে রাখব না। যদি কোনও অ্যাপ ব্যবহারকারীদের এমন কোনও ওয়েবসাইটে নিয়ে যায় যা কোনও পুরস্কার বা অর্থমূল্য জেতার প্রতিশ্রুতি দেয় তাহলে সেই অ্যাপ আমাদের নীতি লঙ্ঘন করে।”

Advertisements

এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, “গুগল প্লে স্টোরের এই সকল নীতি যদি বারবার লংঘন করা হয় তাহলে Google ডেভলপারের অ্যাকাউন্ট এবং নির্দিষ্ট ওই অ্যাপটিকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে পারে।”

যদিও বর্তমানে Google তাদের প্লে স্টোর থেকে Paytm অ্যাপটিকে সরিয়ে দিলেও Paytm এর অন্যান্য যেসকল আনুষঙ্গিক অ্যাপ রয়েছে সেগুলি এখনও প্লেস্টোরে উপলব্ধ রয়েছে। এখন প্রশ্ন কতক্ষণে এই সমস্যার সমাধান মিটিয়ে Paytm আবার প্লে স্টোরে ফিরে আসে সেটাই এখন দেখার।

Advertisements