প্লে স্টোর থেকে চিনা অ্যাপ ডিলিট করা Remove China Apps সরালো Google

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েকের মধ্যেই ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল Remove China Apps। কিন্তু হঠাৎই গতকাল গুগল তাদের প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে সরিয়ে দেয়। অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ওই অ্যাপটির প্রস্তুতকারক সংস্থা One Touch applabs। পাশাপাশি তারা জানিয়েছে, অ্যাপটিকে সরিয়ে দেওয়ার কারণ এখনো পর্যন্ত জানানো হয়নি গুগোলের তরফ থেকে।

ভারতে যখন চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে ঠিক সেসময় এই Remove China Apps টি বাজারে নিয়ে আসে ভারতের জয়পুরের One Touch applabs সংস্থা। আর অ্যাপটি বাজারে আসার পর থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। মাত্র কয়েকদিনের মধ্যেই ৫০ লক্ষের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেন। পাশাপাশি গুগলের টপ ট্রেন্ডিং অ্যাপের লিস্টে ঢুকে পড়ে। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই স্মার্টফোনে থাকা চায়না অ্যাপকে চিনে নেওয়া যাচ্ছিল এবং তাকে ডিলিট করা যাচ্ছিল। এরপরেই গতকাল রাতে সংস্থার তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, তাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে তুলে নেওয়া হয়েছে।

অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে তুলে নেওয়া হলেও ওই সংস্থার তরফ থেকে গত দুই সপ্তাহ ধরে সাধারণ মানুষের অজস্র সহযোগিতা ও ডাউনলোডের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তারা কোন অ্যাপ কোন দেশের তা কিভাবে জানা যাবে তার একটা টিপসও দিয়েছে। তারা জানিয়েছে গুগোলে অ্যাপের নাম (স্পেস) origin country লিখলেই বলে দেবে আপনার দেওয়া অ্যাপটি কোন দেশের।

এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে তুলে দেওয়ার কারণ এখনো জানানো না হলেও সূত্র মারফত যেটুকু জানা গিয়েছে তা হল, এই অ্যাপটি গুগলের পলিসি লংঘন করেছে। গুগলের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী কোন একটি অ্যাপ অন্য কোন অ্যাপকে মোবাইল থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ররোচিত করতে পারেনা। তবে অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হলেও এই অ্যাপটি এখনো পর্যন্ত যারা ডাউনলোড করে রেখেছেন তারা ব্যবহার করতে পারবেন।