WBTC: দীর্ঘ ১৫ বছর পর রাজ্যের এই রুটে চালু হচ্ছে সরকারি বাস

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : সরকারি বাসে যাতায়াত করার বেশ কিছু সুবিধা রয়েছে। সেই সকল সুবিধার মধ্যে অন্যতম হলো কম সময়ে গন্তব্যে পৌঁছানো এবং ভাড়া তুলনামূলক কম। তবে রাজ্যের এমনও কিছু রুট রয়েছে যেগুলিতে আগে সরকারি বাস চললেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই রকমই একটি রুটে এক যুগ পর পুনরায় সরকারি বাস (WBTC) চালু হতে চলেছে।

Advertisements

যে রুটে নতুন করে সরকারি বাস চালু হতে চলেছে সেই রুটটিতে দীর্ঘদিন ধরেই সরকারি বাস চালানোর জন্য সাধারণ মানুষেরা দাবি তুলে আসছেন। আর সেই সকল দাবি মেনেই পূজালি পৌরসভার তরফ থেকে সরকারি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে পুজালী পৌরসভার অছিপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত চারটি সরকারি বাস চলবে।

Advertisements

অছিপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত চারটি সরকারি বাস চালানোর বিষয়ে পুজালী পৌরসভার তরফ থেকে রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে কথা হয়েছে। তবে ওই চারটি বাস কখন কখন চালানো হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোন সময়সূচী ঠিক করা হয়নি। নির্দিষ্টভাবে সময়সূচী ঠিক হয়ে যাওয়ার পর মাইকিং করে ওই সকল বাসের সময়সূচী সকলকে জানানো হবে। যদিও পৌরসভা ঠিক কোন সময় বাসগুলি চালাতে চাইছে তা নিয়ে একটি আন্দাজ পাওয়া গিয়েছে।

Advertisements

আরও পড়ুন : Iron Ring Tocken: ট্রেন চালানোর জন্য অতি প্রয়োজনীয় এই ‘লোহার রিং’ টি আসলে কি জানেন

রাজ্য পরিবহন দপ্তরকে পৌরসভার তরফ থেকে ওই সকল বাস কখন চালানো হতে পারে এবং কখন চালালে মানুষের উপকার হবে তা নিয়ে একটি সারণি পাঠানো হয়েছে। যেখানে প্রস্তাব দেওয়া হয়েছে হয়েছে সকাল ৬টা থেকে সকাল ৯ঃ০০ টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এক ঘন্টা অন্তর অন্তর বাসগুলি যাতে চালানো হয়। এই প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর প্রসঙ্গে সোমবারই রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে জানা যাবে বলে জানা যায়।

যে রুটে নতুন করে সরকারি বাস চালু হতে চলেছে সেই রুটে অন্ততপক্ষে ১৫ বছর আগে দুটি সরকারি বাস যাতায়াত করত। তবে এই সকল বাস পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার কারণে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। কেননা কোন সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে অটো, ম্যাজিক সহ অন্যান্য যানবাহনে কেটে কেটে বেশি ভাড়া দিয়ে তারাতলা পৌঁছাতে হয় এবং সেখান থেকে ধর্মতলা ও বিবাদীবাগের বাস পাওয়া যায়। এর ফলে খরচের পাশাপাশি ধকল ও সময় সবই নষ্ট হয়।

Advertisements