West Bengal DA: ডিএ নিয়ে বড় ঘোষণা করল সরকারি কর্মীরা, ডিসেম্বর মাসে হবে নতুন খেলা

Prosun Kanti Das

Published on:

Advertisements

West Bengal DA: ডিএ নিয়ে ফের সমস্যায় পড়তে চলেছে রাজ্য সরকার। DA যেন রাজ্য সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলার সরকারি কর্মীরা এক বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ্য ভাতার দাবিতে। এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের কপালে। সংগ্রামী যৌথ মঞ্চ আবারও নতুন করে নবান্ন অভিযানের ডাক দিল। ভাবলে অবাক লাগলেও একেবারে সত্যি এই ঘটনা। যদি রাজ্য সরকার এবার কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে হয়তো এই সরকারি কর্মচারী সংগঠন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। হয়তো করতে পারে কলকাতা শহর অবরুদ্ধ।

Advertisements

বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের (West Bengal DA) থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্য অনেকটাই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। দেশের বিভিন্ন রাজ্যে এমন বহু উদাহরণ রয়েছে যে, সেখানকার সরকারি কর্মীরা ৪৫ থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সবথেকে খারাপ পরিস্থিতি বাংলার সরকারি কর্মচারীদের। তাদের মহার্ঘ ভাতা মাত্র ১৪ শতাংশ। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই ডিএর ফারাক দেখলে অবাক হওয়ার মত অবস্থা। ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

Advertisements

আরো পড়ুন: কড়া নির্দেশিকা সরকারি কর্মচারীদের, না মানলে ভুগতে হবে ১টি বছর

রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয় নিয়ে জানিয়েছেন যে, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা (West Bengal DA) প্রদান-সহ একাধিক দাবিতে তারা আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর অবস্থান-বিক্ষোভ করবে নবান্নের সামনে। তাদের পরিকল্পনা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি চলবে টানা তিনদিন। সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়ে দিয়েছেন যে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা প্রতিবছর টানা তিনদিন এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে।

Advertisements

আরো পড়ুন: ৮০ কোটি টাকার ধাক্কা পশ্চিমবঙ্গে, বকেয়া অডি, মার্সিডিজ বেঞ্জ-এর মতো গাড়িগুলিরও

এই বিষয়ে তিনি আরো বলেছেন যে, রাজ্য সরকারি কর্মচারীরা আগামী বছর ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে (West Bengal DA) জমায়েত হবেন। সেখান থেকেই তারা মিছিল এগিয়ে নিয়ে যাবে শহিদ মিনারের দিকে। সেই জায়গাটিকে বিক্ষোভকারীরা বেছে নিয়েছেন মহাসমাবেশ এর জায়গা হিসাবে। ডিএ সংক্রান্ত ব্যাপারে বড় কোন পদক্ষেপ নিতে পারে সরকারি কর্মীরা। এমনটাই ইঙ্গিত দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

তাহলে কি নতুন বছরে বাড়তে চলেছে ডিএ? মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার? নতুন বছরে কি আশার আলো দেখবে সরকারি কর্মীরা? রাজ্য যদি ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে ডিএ-র পরিমাণ হবে ১৭ শতাংশ। সূত্র মারফত জানা যাচ্ছে যে, নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার সরকারিভাবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি।

Advertisements