DA Issue: DA আদায় নিয়ে এবার বড় পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের, চাপে পড়বে মমতা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্য হোক অথবা কেন্দ্র, সমস্ত সরকারি কর্মচারীদের যে সকল দাবী দেওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো DA। দাবি অনুযায়ী DA আদায়ের জন্য আন্দোলন কতটা জোরালো হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৩ মাসের মাথায় দুবার DA বৃদ্ধির ঘোষণা করেও রাজ্য সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে পারেনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসের ২১ তারিখ এবং রাজ্য বাজেটে ফেব্রুয়ারি মাসে পরপর দুবার ৪ শতাংশ করে DA বৃদ্ধি করার ঘোষণা করে। তবে তার পরেও আন্দোলনে কোনরকম কমতি আসেনি মূলত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর ফারাক বিপুল থাকার কারণে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে বর্তমানে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। এরপর আবার জুলাই মাসে নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। এসবের পরিপ্রেক্ষিতেই ডিএ নিয়ে সমস্যা (DA Issue) রয়েই যাচ্ছে।

দেড় বছরের বেশি সময় ধরে নিজেদের প্রাপ্য ডিএ আদায়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালালেও ফারাক এখনো মেটানো সম্ভব হয়নি। যে কারণে তাদের আন্দোলন এখনো চলছে এবং তারা এবার এমন এক পদক্ষেপ নিলেন যা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। কেননা তাদের আন্দোলন এবার পৌঁছে যাবে বিধানসভায়।

আরও পড়ুন 👉 Mid Day Meal corruption: রাজ্য নয়, স্কুলের মধ্যেই মিড ডে মিল নিয়ে দুর্নীতি! প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের হাতাহাতি

সংগ্রামী যৌথ মঞ্চে আগেও বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের দেখা গিয়েছে। আগেও বিভিন্ন সময় রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক নেতাদের সরব হতে দেখা গিয়েছে। আর এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল। যে চিঠি রাজ্য সরকারকে চাপে ফেলার জন্যই লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে চিঠিতে আবেদন জানানো হয়েছে যাতে করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে বকেয়া ডিএ নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তাদের তরফ থেকে আবেদন জানানো হয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের যেন ৪০% ডিএ মেটানোর দাবি তোলা হয়। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রত্যাহারের জন্য যাতে চাপ সৃষ্টি করা হয় এবং পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যেন প্রত্যাহার করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে বর্ষাকালীন অধিবেশনে উত্তাল হয়ে উঠতে পারে রাজ্য বিধানসভা এবং কিছুটা হলেও চাপে পড়তে পারে রাজ্য সরকার।