Vande Bharat Update: সরকারী কর্মচারীদের দারুণ সুযোগ দিচ্ছে রেল, মিলবে বিনা-পয়সায় বন্দে ভারতে সফরের সুযোগ

As a Puja gift, government employees will ride free of cost on the Vande Bharat: যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেল যথেষ্ট উন্নতি লাভ করেছে। শুধু পরিষেবার উন্নতি নয় তার সঙ্গে রেল স্টেশনগুলি আপগ্রেড করতেও বিশেষ লক্ষ্য দিয়েছে কেন্দ্র সরকার। যার জন্য বিশেষ প্রকল্পও আনা হয়েছে। তবে বর্তমানে ভারতের সবথেকে গতি সম্পন্ন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Update) এর প্রভাব দেখা গেছে সব থেকে বেশি।। পুজোর আগে সরকারি কর্মচারীরা পেতে চলেছে সুখবর। এবার থেকে সরকারি কর্মচারীরা তাদের অফিসিয়াল কাজে বন্দে ভারত এক্সপ্রেসে বিনা খরচে ভ্রমণ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এই আদেশ অনুসারে, সরকারি কর্মচারীরা তাদের সফর, প্রশিক্ষণ, স্থানান্তর এবং অবসর গ্রহণের জন্য বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Update) এবং হামসফর এক্সপ্রেসে ভ্রমণ করতে পারবেন। তবে, এই ভ্রমণের জন্য তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের ভ্রমণের খরচ অনেকাংশে কমে যাবে। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের সবচেয়ে আধুনিক এবং দ্রুততম ট্রেন। এই ট্রেনে যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা।

সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের জন্য একটি বড় সুযোগ। এটি তাদের কাজের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে। দেশের অর্থ মন্ত্রক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সরকারী আধিকারিকরা শুধুমাত্র বন্দে ভারত ট্রেনের সুবিধাবেন সেটাই নয় পাশাপাশি তারা হামসফর এক্সপ্রেসের সমস্ত সুবিধা পাবেন যা তারা রাজধানী বা শতাব্দী ট্রেনে পাচ্ছেন। দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজসের ক্ষতি কমাতে সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছিল, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ ১২ সেপ্টেম্বর ২০২২-এ একটি আদেশ জারি করেছিল যে তেজস এক্সপ্রেস ট্রেনটি সরকারী কর্মকর্তারাও ব্যবহার করতে পারবেন।

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Update) ভারতের প্রথম আধা-উচ্চ গতির ট্রেন। এই ট্রেনটি ভারতীয় রেলওয়ের তৈরী। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই ট্রেনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, যেমন: এসি চেয়ার কার, এসি স্লিপার কার, রেস্তোরাঁ কার, বিনোদন কার, ইন্টারনেট সুবিধা, ওয়াই-ফাই। বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ভারতের বিভিন্ন শহরের মধ্যে চলাচল করছে। এই ট্রেনে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভ্রমণ করেন।

এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের জন্য অনেক সুবিধা হবে। কেন্দ্র সরকারের কর্মীরা সরকারি কাজের জন্য ভ্রমনের ক্ষেত্রে আরও ভালো সুযোগ – সুবিধা এবং বিকল্প পেতে চলেছেন। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Update) ট্রেনের জন্য তাদের কাজেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।