নিজস্ব প্রতিবেদন : আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য ২ থেকে ৩ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছিল সরকারের তরফ থেকে। আর এই লকডাউনের সময় ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছিলো ত্রাণ হিসেবে। দীন দরিদ্র খেটে খাওয়া মানুষের এখন এটাই একমাত্র ভরসা। লকডাউনের কারণে বেশিরভাগ মানুষেরই কাজ বন্ধ, বেতন বন্ধ। কিন্তু পেট তো বন্ধ নয়। তাই মানুষ রীতিমত হতাশায় ভুগছিলেন কী করে পরিবারের অন্নসংস্থান করবেন! তখনই সরকার থেকে এক নির্দেশিকা জারি করা হয় এবং যেখানে ৫ কেজি করে চাল গম বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়।
কিন্তু কিছুদিন আগে একটি খবর ছড়িয়ে যায়, যার ফলে প্রচুর মানুষ দুশ্চিন্তায় পড়ে যান। এই খবরটি ছিল রেশন কার্ড সংক্রান্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন বলা হয়েছিল যে যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনার রেশন কার্ড বাতিল হবে। কারণ মানুষের অধিকারকে সংরক্ষিত করতেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোটি অত্যন্ত প্রয়োজন। ২৩.৫ কোটি রেশন কার্ডের মধ্যে ৯০% রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হয়েছিল অর্থাৎ পরিবার পিছু একজনের একাজটি সম্ভবপর হয়েছে। কিন্তু বাকি মানুষদের রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণ হয়নি। এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এখন যে সকল মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই এই লকডাউনের চক্করে সেটা এই মুহূর্তে সম্ভবও নয়।
তাই অনেক মানুষেরই কপালে ভাঁজ পড়ে গেছিল এই খবর শোনার পর। মানুষের মধ্যে তৈরি হওয়া এই চিন্তার আজ অবসান ঘটলো। কারণ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার সময়সীমা কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছেন সেপ্টেম্বর মাস অবধি। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ অবধি বাড়ানো হয়েছে এই সময়সীমা।
কেন্দ্র সরকার থেকে এমনও জানানো হয়েছে যে এই লকডাউনের মধ্যে দরিদ্র পরিবারদের মুখে খাদ্য পৌঁছে দেওয়ায় কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। তাই এই সময় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ না হলেও তারা কোন রেশন কার্ড বাতিল করবে না। তাই ৩০ শে সেপ্টেম্বর ২০২০ অবধি এই সময়সীমা বাড়ানো হয়েছে।