Government New App: পঞ্চায়েত সদস্য থেকে আধিকারিকদের পায়ে ধরার দিন শেষ! এবার অ্যাপের মাধ্যমেই মিলবে ক্যারেক্টার, ইনকাম সার্টিফিকেট

Antara Nag

Published on:

Advertisements

Government is going to launch a New App: ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ২ টি শংসাপত্র। কিন্তু এই শংসাপত্রগুলি বের করতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে পঞ্চায়েত এলাকায় এই সার্টিফিকেট বের করা বেশ ঝোক্কির বিষয়। পঞ্চায়েতের আধিকারিকদের হাতে পায়ে ধরতে হয় সাধারণ মানুষকে। শুধু তাই নয়, চলে বেশ কিছু জালিয়াতির কাজও। কিন্তু সে সমস্ত সমস্যার দিন শেষ। এখন থেকে ঘরে বসে ইনকাম এবং ক্যারেক্টার সার্টিফিকেট বের করতে পারবেন যেকোনো ব্যক্তি। নিজের ফোনে নতুন অ্যাপের (Government New App) মাধ্যমে অনলাইনে করতে পারবেন আবেদন।

Advertisements

ভারতীয় নাগরিক হিসেবে পরিচয়পত্র সূচক বিভিন্ন কার্ড যেমন ভোটার, আধার, রেশন, প্যান ইত্যাদি সবকিছুই অনলাইন আবেদনের মাধ্যমে পাওয়া যায়। এখন আর লাইনে দাঁড়িয়ে অকারণ হয়রানির শিকার হতে হয় না কাউকে। এবার পালা ক্যারেক্টার ও ইনকাম সার্টিফিকেটের। পড়াশোনা থেকে শুরু করে চাকরি-বাকরি এই ২ টি সার্টিফিকেট প্রয়োজন হয় সব ক্ষেত্রেই। এবার সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো নতুন অ্যাপ (Government New App)। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য। আবেদন পত্র যাচাই এর পর সমস্ত তথ্য সঠিক হলে ঘরে বসে অনলাইনে পাওয়া যাবে শংসাপত্র।

Advertisements

ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় চালু হতে চলেছে নতুন এই প্রকল্পের কাজ। সরকারের পক্ষ থেকে চালু করা নতুন এই অ্যাপটিতে (Government New App) রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারীকে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি আপলোড করতে হবে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। এই নথিপত্রগুলির সত্যতা যাচাই করা হবে ব্লক অফিসের মাধ্যমে। সমস্ত নথিপত্রগুলি সঠিক হলে অনলাইনে শংসাপত্র প্রদান করা হবে আবেদনকারীকে। সেই আবেদন পত্রটি ব্যবহার করা যাবে যে কোন প্রয়োজনে।

Advertisements

আরও পড়ুন ? KVP Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ১১৩ মাসেই টাকা ডবল, না জানলে হবে বিগ লস

পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে নতুন এই অ্যাপ (Government New App) চালু হলে সাধারণ মানুষকে আর কোন আধিকারিকের কাছে ছোটা ছুটি করতে হবে না শংসাপত্র বের করার জন্য। আবার পঞ্চায়েত আধিকারিকরাও এই সমস্ত কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলির প্রতি বেশি মনোযোগ দিতে পারবেন। তাছাড়া জালিয়াতির পরিমাণও অনেকটাই কমানো সম্ভব হবে এই পদ্ধতিতে। পঞ্চায়েত এলাকা বাসীদেরকে এই নতুন পদ্ধতি সম্পর্কে অবগত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে পঞ্চায়েত দপ্তর। প্রতিটি পঞ্চায়েত এলাকায় প্রচার করা হবে এই পদ্ধতি সম্পর্কে। যার মাধ্যমে স্থানীয়রা খুব সহজেই ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট বের করার এই নতুন অনলাইন পদ্ধতিটি সম্পর্কে জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।

বেশ কিছুদিন ধরে এই প্রকল্প চালু করার পরিকল্পনা চলছিল সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে। এবার পালা বাস্তবায়নের। যদিও ইতিমধ্যে বহু পঞ্চায়েত এলাকাই অনলাইন পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন কাজের জন্য পঞ্চায়েত এলাকাগুলিতে অনলাইন পরিষেবা পাওয়া যায়। কিন্তু ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটের ক্ষেত্রে এখনো পর্যন্ত অফলাইনের উপরই ভরসা করতে হয় প্রতিটা পঞ্চায়েতের এলাকার মানুষকে। এবার আধুনিকীকরণের পালা। পঞ্চায়েত দপ্তর থেকে চালু করা এই নতুন অ্যাপের (Government New App) মাধ্যমে এখন থেকে এই ২ টি শংসাপত্র পাওয়া যাবে অনলাইনে। পুজোর আগেই এই অ্যাপ চালু করতে চাইছে সরকার। যত তাড়াতাড়ি সম্ভব গ্রামীণ এলাকায় সাধারণের সুবিধার্থে এই অ্যাপ চালু করার ইচ্ছা প্রকাশ করেছে পঞ্চায়েত দপ্তর।

Advertisements