ফের WhatsApp-কে কেন্দ্রের নোটিশ, নয়া পলিসি নিয়ে টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদন : WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি নিয়ে টানাপোড়েন অব্যাহত। ভারতে এই নীতির লাগু করা যাবে না। ফের একবার এমনই বার্তা দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের কড়া নোটিশে এই নীতি প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এমনকি ওই ম্যাসেজিং সংস্থাকে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে তাদের উত্তরের জন্য। আর এসবের পরে এই প্রশ্নও উঠছে, তাহলে কি ভারতে WhatsApp-এর ভবিষ্যৎ অনিশ্চয়তায়।

কেন্দ্রের তরফ থেকে বুধবার WhatsApp ম্যাসেজিং সংস্থাকে নতুন করে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে জানানো হয়েছে, তাদের নতুন প্রাইভেসি পলিসি ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গ করছে। পাশাপাশি এই নীতি ভারতীয় আইনের পরিপন্থী। এই নোটিশ দেওয়ার পাশাপাশি এদিন সংস্থাকে সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, WhatsApp কে তাদের নতুন নীতি ভারতীয় আইনের বিরুদ্ধে ঘোষণা করার পাশাপাশি কোথায় কোথায় এর পরিবর্তন করা দরকার তা ব্যাখ্যা করে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগেও একবার কেন্দ্রের তরফ থেকে এই সংস্থাকে তাদের এই নতুন নীতি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর কেন্দ্র নিজের জায়গাতে থেকেই পুনরায় সেই নির্দেশ দেওয়া হলো।

[aaroporuntag]
এর আগে ৮ ফেব্রুয়ারির মধ্যে WhatsApp তাদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করার কথা বলেছিল। পরে তা নিয়ে বিস্তর জলঘোলা হওয়াই তা ১৫ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এরপরেও জলঘোলার শেষ না হওয়ায় এখনো সেই টানাপড়েন অব্যাহত রয়েছে। গ্রাহকদের আতঙ্ক এই নতুন পলিসি গ্রহণ করলে তথ্য ফাঁস হতে পারে। যদিও সংস্থার তরফ থেকে তথ্য ফাঁস না হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু তা মানতে নারাজ কেন্দ্র এবং ব্যবহারকারীরা। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এমন তৎপরতা নিয়ে ভারতে WhatsApp-এর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।