এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে ৩ টাকা

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ একনাগাড়ে দাম কম ছিল পেট্রোল ও ডিজেলের। পেট্রোল ও ডিজেলের দাম বিপুল পরিমাণে কমার পর হঠাৎ করে এক ধাক্কায় দাম বাড়তে চলেছে ৩ টাকা। পেট্রোল ও ডিজেলের উপর কেন্দ্র সরকারের শুল্ক বাড়ানোর ফলেই এই বেড়েছে বলে খবর। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দিনের পর দিন পতন ঘটায় কারণে মনে করা হচ্ছিল এখন আর পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না। কিন্তু বর্হিশুল্ক তথা এক্সাইজ ডিউটি বাড়ানোর ফলেই এই দাম বাড়তে চলেছে। কিন্তু কেন বর্হিশুল্ক তথা এক্সাইজ ডিউটি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে থাকায় ঘরোয়া বাজারে তেলের দাম কমত। কিন্তু সরকার রাজস্ব আদায়ের জন্যই এই শুল্ক বাড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে কেন্দ্র সরকারের ৩৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। পেট্রোলের উপর শুল্ক বাড়ছে ২ টাকা অর্থাৎ বর্তমানে শুল্ক দাঁড়ালো ৮ টাকা। এছাড়াও বেড়েছে ১ টাকা সেস। ডিজেলের ক্ষেত্রেও তাই। ডিজেলের শুল্ক বেড়ে দাঁড়াল ৪ টাকা। আর সেস বেড়েছে ১ টাকা।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর এইভাবে আন্তর্জাতিক বাজারে এত শতাংশ অপরিশোধিত তেলের দাম কখনো কমেনি। এবার এই তেলের দামের পতনের মূলে রয়েছে করোনাভাইরাস। ইরাক, নাইজেরিয়া ইত্যাদি দেশগুলির অর্থনৈতিক পরিস্থিতি নির্ভর করে তেলের উপর। তবে এইভাবে তেলের আন্তর্জাতিক মূল্যের পতন ঘটলে বিপদে পড়তে পারে এই সকল দেশগুলি। এমনকি সৌদি আরবের মত দেশগুলির গুরুত্ব কমে যেতে পারে। পাশাপাশি তেলের দাম এত সস্তা হওয়ার ফলে আগামীদিনে বিকল্প জ্বালানি শক্তির বদলে পেট্রোল ও ডিজেলের ব্যবহার বাড়বে। যার ফলে পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া সত্বেও ভারতের বহিশুল্ক ও সেস বাড়ানোর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রাক্তণ সভাপতি।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী আজ দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৬৯.৮৭ টাকা। তবে শুল্ক লাগু হওয়ায় পর পেট্রোলের লিটার পিছু দাম বাড়বে ৩ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৬৪.৯১ টাকা প্রতি লিটার আর পেট্রোলের দাম ৭২.৬৮ টাকা প্রতি লিটার। প্রতি ক্ষেত্রেই ৩ টাকা করে বাড়বে বলে সূত্রের খবর।