নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বেড়ে চলেছে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম। এই মূল্যবৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই তা নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষদের কাছে। তবে সম্প্রতি কেন্দ্রের পদক্ষেপে ডিম এবং মুরগির মাংসের দাম কমতে পারে।
ডিম এবং মুরগির মাংসের দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সোয়াখালি মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল। এই নির্দেশিকা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী বছর জুন মাস পর্যন্ত কোনো ব্যবসায়ী নির্ধারিত করে দেওয়া সংখ্যার বেশি মজুত করতে পারবেন না ডিম এবং মুরগি।
কেন্দ্র সরকারের দাবি, মজুতের ক্ষেত্রে এই উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলেই ডিম এবং মুরগির দাম কমে যাবে। এই দাম কমলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরবে আমজনতার মধ্যে। এই বিষয়ে ডিসেম্বর মাসেই নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে পোল্ট্রি মুরগির এক একটি ডিমের দাম যেখানে সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা, সেই জায়গায় এই দাম কমে দাঁড়াতে পারে পাঁচ টাকায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই নির্দেশিকা জারি হওয়ার পর সয়াখালি প্রসেসর, মিল মালিক এবং প্ল্যান্ট মালিকরা ৯০ দিন বা তিন মাসের উৎপাদন স্টক করতে পারবেন। পাশাপাশি ঐসকল মজুতকারীদের নিজেদের স্টোরেজ স্পেস জানাতে হবে। মজুত রাখার ক্ষেত্রে যে নিয়ম জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি রেজিস্ট্রকৃত কোম্পানি, ব্যবসায়ী এবং ব্যক্তিগত চৌপাল ঘোষিত স্টোরেজ স্পেস সহ সর্বাধিক ১৬০ টন মজুত রাখতে পারে।
এখন কোন মজুতকারী যদি এই উর্ধ্বসীমা লংঘন করে থাকেন তাহলে তাকে জানাতে হবে কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে http://evegoils.nic.in/soya_meal_stock/login । এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অনৈতিক ভাবে মজুত এবং কালোবাজারি রুখে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।