নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের মোদি সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একাধিক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ অথবা তাদের শেয়ারের অংশ বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। যদিও তা করোনার কারণে আটকে থাকে, তবে আসন্ন বাজেটে এই বেসরকারিকরণের জট খুলে কয়েক ধাপ এগোতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলে সূত্রের খবর।
সূত্র মারফত জানা যাচ্ছে, LIC অর্থাৎ ভারতীয় জীবন বীমা সহ তিনটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শেয়ার বিক্রি করতে পারে কেন্দ্র সরকার। LIC-র ১০-১৫% শেয়ার বিক্রি করা হতে পারে আসন্ন বাজেটে। আর এই এলআইসির শেয়ার বিক্রি করার জন্য সাংসদদের অনুমোদন নিয়ে বদল হতে পারে এলআইসি আইনের। তবে এলআইসির শেয়ার বাজারে আনা এই প্রথম নয়, আগের বাজেটের শেয়ার বাজারে এসেছিল কেন্দ্রের প্রতিশ্রুতি মত। তবে তাতে বেশ কিছু জটিলতাও দেখা যাচ্ছে। সেই জায়গায় নতুন পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্র।
LIC ছাড়াও যে তিনটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার পথে কেন্দ্র হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে সেগুলি হল আইডিবিআই ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন বাজেটে এই তিনটি ব্যাঙ্কের স্বত্ব বিক্রি করতে পারে কেন্দ্র সরকার। এই পরিকল্পনার মধ্য দিয়ে রাজকোষে আসতে পারে আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকা। তবে এখনই এই সকল বিষয় নিয়ে কিছু বলতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
বর্তমানে LIC-তে কেন্দ্র সরকারের শেয়ার রয়েছে ৫১% এবং IDBI ব্যাঙ্কের ক্ষেত্রে কেন্দ্রের শেয়ার রয়েছে ৪৭.১১%। সেক্ষেত্রে রাজকোষের ঘাটতি মেটাতে যদি কেন্দ্র সরকার সত্যিই বেসরকারিকরণের পথে হাঁটে তবে কত শতাংশ শেয়ার বিক্রি করে আসন্ন বাজেটে তার দিকেই তাকিয়ে রয়েছেন ওয়াকিবহাল মহল।