নিজস্ব প্রতিবেদন : গত মার্চ মাস থেকে খুব ভালোভাবে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। এরপর থেকেই কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে। ২২ শে মার্চ প্রথম দেশে জনতা কারফিউয়ের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক সেদিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ২৩ তারিখ বিকাল পাঁচটা থেকে ৩১ শে মার্চ পর্যন্ত লকডাউন করা হবে রাজ্য।
এর পরেই আবার পরদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় জানান দেশজুড়ে ১৪ ই মার্চ রাত্রি ১২ টা পর্যন্ত ২১ দিনের লকডাউনের কথা। আর এই লকডাউন ঘোষণার পরেই দেশের দুঃস্থ দরিদ্রদের কথা মাথায় রেখে একের পর এক প্যাকেজ ঘোষণা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। আর এই সকল প্যাকেজের মধ্যে রয়েছে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যে চাল দু টাকা কেজি দরে কিনতে হতো তার জন্য আর টাকা দিতে হবে না সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর সেই চাল বিলি শুরু হয় ১লা এপ্রিল থেকে। কিন্তু তারপরেই উঠতে থাকে নানান অভিযোগ, রেশন ডিলাররা অনেক গ্রাহককেই সঠিকভাবে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন না। এ নিয়ে গত শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বৈঠক হয় পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।মিটিং শেষে ফিরাদ হাকিম জানিয়ে দেন যে সকল গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড নেই তারা ফুড কুপনের মাধ্যমেও চাল গম পাবেন বিনামূল্যে। কিন্তু এই ফুড কুপন পাওয়া যাবে কিভাবে?
রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ই এপ্রিল থেকে ওই ফুড কুপনের মাধ্যমে গ্রাহকরা রেশন ডিলারের থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। আর এই ফুড কুপন গ্রাহকরা পাবেন জেলা প্রশাসনের মাধ্যমে। ফুড কুপনে লেখা থাকবে গ্রাহকের নাম ও ঠিকানা। লেখা থাকবে ওই গ্রাহক কোন রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এছাড়াও লেখা থাকবে ওই গ্রাহক গনবন্টনের কোন প্রকল্পের আওতায় পড়ছেন।
এই ফুড কুপনগুলির দুটি অংশ থাকবে। দুটি অংশের মধ্যে খাদ্য সামগ্রী রেশন ডিলারের থেকে নেওয়ার সময় নির্দিষ্ট একটি অংশে স্বাক্ষর করে রেশন ডিলারকে জমা দিতে হবে। আরেকটি অংশ থাকবে গ্রাহকদের কাছে।
এর আগে যে সকল গ্রাহকদের ডিজিটাল কার্ড রয়েছে তারাই কেবল মাত্র রাজ্য সরকারের দ্বারা প্রদত্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার সুবিধা পাচ্ছিলেন। কিন্তু লকডাউনের পরিস্থিতিতে যেন কোন দরিদ্র মানুষ রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত না হন তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে। সুতরাং যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে অথচ আপনি ওই হতদরিদ্র পরিবারগুলির অংশ হয়ে থাকেন তাহলেও আপনি ফুড কুপনের মাধ্যমে বিনামূল্যে চাল ও গম পাবেন। আর ফুড কুপন পাওয়ার পদ্ধতি বলতে আপনাদের কিছু করতে হবে না। রাজ্য খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলা প্রশাসনের মাধ্যমেই আপনার বাড়িতে পৌঁছে যাবে সেই কুপন।