PM E Drive: পুজোর আগেই কিনুন ইভি, নয়া স্কিমে ভর্তুকি দেবে সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

PM E-Drive: কেন্দ্র সরকার বরাবর সাধারণ মানুষের সুবিধার্থে নানারকম প্রকল্প নিয়ে আসে, সম্প্রতি একটি নয়া প্রকল্প এনে চমকে দিয়েছে জনগণকে। এবার থেকে ইভি কিনলে ভর্তুকি দেবে সরকার।সরকারের পক্ষ থেকে পিএম ই-ড্রাইভ (PM E-Drive) প্রকল্পের আওতায় ১০৯০০ কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে। এই প্রকল্পটি চালু হয়েছে ১লা অক্টোবর থেকে। যার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে।

Advertisements

এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বৈদ্যুতিক গাড়ির প্রচার। চলতি মাসের ১লা তারিখ থেকে থেকে পিএম ই-ড্রাইভ (PM E-Drive) স্কিম দিনের আলোর মুখ দেখেছে। এই প্রকল্পের জন্য সরকার ব্যয় করবে ১০৯০০ কোটি টাকা। বিজ্ঞপ্তির মাধ্যমে ভারী শিল্পমন্ত্রক প্রকাশ করেছে এই প্রকল্পটি সম্পর্কে। ১১ই সেপ্টেম্বর, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ানোর দিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

Advertisements

এই স্কিম (PM E-Drive) কার্যকর থাকবে ১লা অক্টোবর থেকে ৩১শে মার্চ ২০২৬ সাল পর্যন্ত। ভারী শিল্প মন্ত্রক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে, দেশে দ্রুত গতিতে বৈদ্যুতিক গাড়ির প্রচার, চার্জিং পরিকাঠামো স্থাপন এবং ইকো-সিস্টেম তৈরির বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য কার্যকর করা হবে। দেশে পিএম ই-ড্রাইভ প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার প্রচারের জন্য ই-টু-হুইলার, ই-থ্রি-হুইলার, ই-অ্যাম্বুলেন্স, ই-ট্রাক এবং অন্যান্য উঠতি বৈদ্যুতিক যানবাহন কেনার উপর ভর্তুকি প্রদান করবে। এই সুযোগ হাতছাড়া না করে কিনে ফেলুন বৈদ্যুতিক গাড়ি।

Advertisements

পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহায়তায় ই-মোবিলিটি প্রচার করতে চাইছে। এর ফলে রাজ্যগুলো পাবে আর্থিক এবং অ-আর্থিক সুবিধা। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রোড ট্যাক্সে ছাড়, পারমিট থেকে ছাড়, টোল ট্যাক্সে ছাড়, পার্কিং চার্জে ছাড়, ইভির রেজিস্ট্রেশনে ছাড়। ভারী শিল্প মন্ত্রক রাজ্যগুলিকে এই প্রকল্পের সময়কালে এই সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করতে চায়।

আরো পড়ুন: Suzuki Access 125, আসছে নতুন চমক, প্রস্তুত তো নতুন স্কুটার কিনতে

পিএম ই-ড্রাইভ স্কিমের (PM E-Drive) মডেল মন্ত্রক হল ভারী শিল্প মন্ত্রক। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ১০,৯০০ কোটি টাকার মধ্যে বৈদ্যুতিক গাড়ির প্রচারের জন্য ব্যয় করতে হবে পাঁচ হাজার সাতচল্লিশ কোটি টাকা। আবার ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে ব্যয় হবে ৫৮৫৩ কোটি টাকা। এমনটাই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

PM ই-ড্রাইভ স্কিমের দ্বারা ২৪.৭৯ লক্ষ ই-টু-হুইলার, ৩.১৬ লক্ষ ই-থ্রি হুইলার এবং ১৪০২৮ ই-বাস সমর্থন করা হবে। এমনকি যেসব ক্রেতারা বৈদ্যুতিক গাড়ি কিনবে তাদের জন্য আনা হচ্ছে ই-ভাউচার। তারা এই প্রকল্পের অধীনে প্রদত্ত প্রণোদনার সুবিধাগুলি পেতে পারে।

Advertisements