বাংলাএক্সপি ডেস্ক: কেন্দ্র ও অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মচারীরাই সরকারের তরফ থেকে নানান সুবিধা পেয়ে থাকেন। সেই সকল সুবিধার মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরনের ভাতা, ঠিক সেই রকমই রয়েছে ইপিএফ, পিপিএফ, জিপিএফ ইত্যাদি। এই সকল সুবিধার মধ্যে এবার জিপিএফ-এর বার্ষিক রিপোর্ট (GPF Report) দেখার নিয়মে বদল আনল রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফ থেকে জিপিএফ-এর বার্ষিক রিপোর্ট দেখার ক্ষেত্রে নিয়মে যে বদল আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। বার্ষিক রিপোর্ট দেখার নিয়মে বদলানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জিপিএফ-এর সুদের হার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারেই জিপিএফ-এ ৭.১% সুদ পাবেন।
রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে জিপিএফ-এর সুদ দেওয়ার পাশাপাশি বার্ষিক রিপোর্টের ক্ষেত্রে কাগজ-কলমের ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজ কলমে বার্ষিক রিপোর্টের ব্যবহার বন্ধ করে দিয়ে এখন ওই রিপোর্ট পুরোপুরি অনলাইনে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর ফলে আগে যেভাবে হাতে কাগজে-কলমে এই রিপোর্ট পাওয়া যেত তা আর পাওয়া যাবে না। পরিবর্তে অনলাইনে নিজেদের সুবিধা মত রিপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন : Group Insurance: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে ২৫ হাজার টাকা, ঘোষণা সরকারের
অফলাইনে রিপোর্টের ক্ষেত্রে কখন সেই রিপোর্ট আসবে তার জন্য অপেক্ষায় বসে থাকতে হতো সরকারি কর্মচারীদের। কিন্তু এই ব্যবস্থা এবার অনলাইনে হয়ে যাওয়ার ফলে আর অপেক্ষায় বসে থাকতে হবে না। এছাড়াও অনলাইনে রিপোর্টের ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম। সবদিক বিচার বিবেচনা করে রাজ্য সরকার নতুন যে ব্যবস্থা চালু করেছে তাতে সুবিধা বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদেরই।
রাজ্য সরকারি কর্মচারীদের জিপিএফ-এর রিপোর্ট কাগজে কলমে অর্থাৎ অফলাইনে দেওয়ার পরিবর্তে অনলাইনে এই ব্যবস্থা চালু করার বিষয়ে দিন কয়েক আগেই ঘোষণা করে দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। আর এই ব্যবস্থা চালু হওয়ায় রাজ্যের বড় সংখ্যার সরকারি কর্মচারীরা বিষয়টি নিয়ে খুশি প্রকাশ করেছেন। কেননা নতুন এই ব্যবস্থাই আরও বেশি স্বচ্ছতা আসবে বলেই মনে করা হচ্ছে।