Unique Business Idea: মাত্র ৩০০০ টাকায় এই ব্যবসায় লাভই লাভ! কেউ দেবে না এমন বিজনেস আইডিয়া

Prosun Kanti Das

Published on:

Grab this unique business idea and earn huge money: বর্তমানে চাকরির বাজার সত্যিই খুবই মন্দা, সেই কারণে মানুষ ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন। কিন্তু ব্যবসা করতে চাওয়া ও সত্যিকারের ব্যবসা করার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে কোন ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন। নতুন ব্যবসাতে প্রথমে বেশি টাকা বিনিয়োগ করতে সবাই ভয় পায়। আজকের প্রতিবেদনে এমন একটি ব্যবসার (Unique Business Idea) বিষয়ে বলা হচ্ছে, যেটি খুব অল্প টাকাতেই শুরু করা যেতে পারে। তবে ভালোভাবে করতে পারলে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বিস্তর।

সর্বদা এমন কোন জিনিসের ব্যবসা (Unique Business Idea) করা উচিত যা দৈনন্দিন জীবনে সর্বদাই কাজে লাগে। সাধারণ মানুষের জীবনে ফুলঝাড়ুর দরকার সব সময় পড়বে। অনেকেই বাড়ি, অফিস, দোকান ইত্যাদির মতো জায়গায় ফুলঝাড়ু ব্যবহার করেন। বাজারে কিনতে গেলে একটি ফুল ঝাড়ুর দাম ৮০ থেকে ১০০ টাকা হলেও এটি তৈরি করতে অনেক কম খরচ লাগে। ফলে বাজারে চাহিদা থাকায় এর ব্যবসা করে ভালো লাভ করা যেতে পারে।

আপনি যদি ফুল ঝাড়ুর ব্যবসা করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে মাত্র ৩০০০ টাকা। একটি ফুল ঝাড়ু আপনি ৩ থেকে ৪ মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। কারণ তারপরেই এটি নষ্ট হয়ে যায়। সেই কারণে এর চাহিদা প্রচুর। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি সহজেই শুরু করতে পারেন (Unique Business Idea)।

ফুলের ঝাড়ু তৈরি করতে কি লাগে জানেন কি? এটি টাইগার গ্রাস থেকে তৈরি হয়। তাছাড়া প্রয়োজন হয় লোহার তার, হাতল এবং প্লাস্টিকের বাকেটও। একটি ঝাড়ু তৈরি করতে দরকার লাগে ৩০০ গ্রাম টাইগার গ্রাস এর। এটি তৈরি করতে এর মাঝে কতগুলো লাঠি ঢোকান এবং শক্ত করে লোহার তার দিয়ে বেঁধে দিন। এর পরে, লাঠির নীচের অংশটি কেটে নিন, এটিকে সমান করুন এবং এটিতে একটি হাতল জুড়ে দিন। ফুল ঝাড়ুতে খুব বেশি শক্ত হাতল দেওয়া চলবে না।

এদেশের দোকানগুলোতে মোটামুটি ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ফুলঝাড়ু বিক্রি হয়। কিন্তু একটি ফুল ঝাড়ু তৈরি করতে তার থেকে অনেক কম টাকা খরচ হয়ে থাকে। তাই আপনি যদি ১০০ টাকা দামে একদিনে ১০টি ফুলঝাড়ু বিক্রি করেন, তবে দিনে অনায়াসেই ১০০০ টাকা আয় করতে পারবেন (Unique Business Idea)। এই ব্যবসায় আপনার লাভের পরিমাণ নির্ভর করবে আপনি কত টাকার ফুলঝাড়ু বিক্রি করতে পারছেন তার ওপর।