তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দিনেদুপুরে পঞ্চায়েতে বোমাবাজি

Madhab Das

Updated on:

Advertisements

লাল্টু : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুক্রবার বেলা দুটোর সময় বীরভূমের কাঁকড়তলা থানার বাবুইজোড় পঞ্চায়েত অফিস ঘিরে বোমাবাজি করলো দুষ্কৃতীরা, বোমাবাজির পাশাপাশি পঞ্চায়েতকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিলও ছোঁড়ে দুষ্কৃতীরা। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে। এর পাশাপাশি ভাঙচুর করা হয়েছে পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি ও বাইক। বাদ পড়েনি পঞ্চায়েত সমিতির সদস্য চণ্ডীচরণ মন্ডলের গাড়িও।

Advertisements

কিন্তু কেন এই হামলা? ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের বক্তব্য তৃণমূলের দুই পক্ষের বিবাদের কারণে এই ঘটনা। যদিও দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে। এক পক্ষের দাবি, ডেপুটেশন দিতে আসার নাম করে একপক্ষ হামলা চালাল পঞ্চায়েত অফিসে। অন্যপক্ষের দাবি, নিজেদের মর্জি মতো টেন্ডার করায় গণ্ডগোলের সূত্রপাত।

Advertisements

যদিও বাবুইজোড় পঞ্চায়েত প্রধান নবদ্বীপ মন্ডল জানিয়েছেন, “যারা টেন্ডারের কথা বলছেন তারা ঠিক বলছেন না। নিয়ম মেনে টেন্ডার ডাকা হয়। এদিন কোন টেন্ডারের বিষয় ছিল না। পঞ্চায়েতের কাজে বাধা দিয়ে উন্নয়নকে থমকে দেওয়ার পরিকল্পনা করছে কিছু দুষ্কৃতীরা। তারা আমাদের দলে থেকে বিজেপিকে সহায়তা করছে। তাছাড়া যারা এদিন বোমাবাজি এবং ঢিল ছুঁড়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে তারা বেশিরভাগই অন্য পঞ্চায়েত থেকে ভাড়াটিয়া হয়ে এসেছিল। আমি প্রশাসনকে জানিয়েছি। মেল করে অভিযোগ পত্র জমা দিয়েছি। পুলিশ ব্যবস্থা নিক যারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে।”

Advertisements

এদিন এই ঘটনার সময় এতটাই বোমাবাজি হয় যে বোমার ধোঁয়ায় কিছুক্ষণের জন্য দমবন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয় পঞ্চায়েত অফিসের ভিতরে।

স্থানীয় মানুষের বক্তব্য, দুষ্কৃতীরা ত্রাস সৃষ্টি করেছিল কিছুক্ষণের জন্য এলাকায়। বোমা, ঢিল ও লাঠি হাতে এলাকা দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এসব করেছে তাদের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য চণ্ডীচরণ মন্ডল জানিয়েছেন, “যারা আজ বন্দুক বোমা নিয়ে পঞ্চায়েতে হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করব এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য।”

এর পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলেই দাবি করেছেন। তাদের দাবি দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, যারা ঘটনার সাথে জড়িত তারা প্রত্যেকেই দুষ্কৃতী।

Advertisements