শাসকদলের মঞ্চ ভাঙচুর CAA ও NRC বিক্ষোভকারীদের

নিজস্ব প্রতিবেদন : এনআরসি ও সিএএ আন্দোলনকারীদের হাত থেকে বাদ গেলো না শাসক দল। এনআরসি ও সিএএ’র প্রতিবাদে জাতীয় সড়কের অবরোধ স্থল থেকে উন্মত্ত জনতা শাসকদলের সভা মঞ্চ ভাঙচুর করে মিছিল করে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লোহাপুরে। লোহাপুর রেলস্টেশনে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ ঘটায় বলে অভিযোগ। কাঁটাগড়িয়া মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।

রবিবার জনতা নলহাটির লোহাপুর রেলস্টেশনে আগুন লাগিয়ে দেয়। চলে লুটের ঘটনা। লোহাপুর রেলস্টেশনের তিন দিনের ক্যাশ থেকে ৩৫০০০ টাকা লুট করে নেয় বলেও অভিযোগ উঠেছে। রেললাইনেও ভাঙচুর চালিয়েছে। রেলকর্তৃপক্ষকে সব জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের ঘোষিত সভা ছিল। সভা শুরু হতেই, সভা মঞ্চের সামনে উন্মত্ত জনতা জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এই পরিস্থিতিতে তৃণমূল সভা বন্ধ করে দেয়। তারপর উন্মত্ত জনতা সভা মঞ্চে উঠে জেলা তৃণমূল সম্পাদককে ধ্বস্তাধ্বস্তি করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। মঞ্চ ভাঙচুর করে।

অন্যদিকে ময়ূরেশ্বরে তৃণমূলের মিছিল থেকে কোটাসুরের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।