Great achievements of Howrah Railway Division will make you proud: ভারতীয় রেল বর্তমানে অনেক উন্নত পরিষেবা প্রদান করছে দেশের সকল যাত্রীকে। গোটা পৃথিবীর মধ্যে ভারতীয় রেল এখন একটি অন্যতম পরিবহন মাধ্যমে পরিণত হয়েছে। ধনী থেকে দরিদ্র সকলের জন্যই ভারতীয় রেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যাত্রীরা স্বল্প খরচায় নির্ঝঞ্ঝাটে যাত্রা করতে পারেন যেকোন গন্তব্যস্থলে। দূর হোক কিংবা কাছে ট্রেনে চেপে আপনি খুব সহজে পৌঁছে দিতে পারবেন বিভিন্ন জায়গায়। সম্প্রতি ভারতীয় রেলের একটি ঐতিহাসিক কৃতিত্ব আশ্চর্য করেছে গোটা দেশবাসীকে। রাজ্যবাসী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষদেরও কম গর্ব হওয়ার কথা নয় হাওড়া রেলস্টেশন নিয়ে (Howrah Division) । আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর আসলে কি?
ভারতীয় রেলের এই মাইলফলক স্থাপন সত্যিই অভাবনীয় একটি কাজ। দেশের অর্থনীতিতে ভারতীয় রেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেলের এই কৃতিত্ব তার মেরুদন্ডকে আরো বেশি মজবুত করেছে এবং পরিবহন ব্যবস্থায় বর্তমানে তারা যে অনেক বেশি উন্নত তা প্রমাণ করে দিয়েছে আবারও। ভারতীয় রেলওয়ে হাওড়া ডিভিশনে (Howrah Railway Division) অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে পণ্য পরিবহণে তার নিজস্ব রেকর্ড ভেঙেছে৷
রেলের হাওড়া ডিভিশন (Howrah Railway Division) থেকে পণ্য পরিবহন করা হয়েছে এক মাসে প্রায় ২ হাজার ২২ মেট্রিক টন, যা এক নয়া ঐতিহাসিক রেকর্ড কায়েম করেছে| পণ্য পরিবহনের ক্ষেত্রে এই নয়ার রেকর্ড শুধুমাত্র শুধু হাওড়া বিভাগের শক্তিশালী কর্মক্ষমতার জন্য হয়েছে তা নয় বরং দক্ষ পণ্যবাহী পরিবহণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও শুধুমাত্র মে মাসের লোডিং এত পরিমানে বৃদ্ধি পেয়েছে যা সত্যি আশ্চর্যজনক। সকলকে অবাক করে এক মাসে সর্বোচ্চ পণ্যবাহীর রেকর্ড গড়েছে ভারতীয় রেলের হাওড়া ডিভিশন (Howrah Railway Division)। ২০২১ সালে এই লোডিং এর রেকর্ড ছিল ১হাজার ৯৪০মেট্রিক টন, যা চলতি বছরে ছাড়িয়ে গেছে ৫৮.৬৪% হারে। ৩১শে মে ২০২৪ পর্যন্ত ক্রমবর্ধমান পণ্যবাহন ৩হাজার ৭৮৪ মেট্রিক টন ছুঁয়েছে, যা ২০২৩-২৪ আর্থিক বছরের সংশ্লিষ্ট সময়ের জন্য ক্রমবর্ধমান লোডিংয়ের চেয়ে ৩২.৩৭% বেশি।
ভারতীয় রেলের হাওড়ার ডিভিশন তার নিজস্ব রেকর্ড ভেঙে ভারতীয় রেলের জন্য তৈরি করেছে এক বিশেষ ঐতিহাসিক মুহূর্ত। এই সাফল্য ভারতীয় রেলের ভূমিকাকে পুর্ননিশ্চিত করতে সাহায্য করেছে।