Driving Licence: না থাকলেও চিন্তা নেই, এবার ডেকে ডেকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে পুলিশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দু’চাকার বাহন হোক অথবা চারচাকা বা তার বেশি, রাস্তায় যানবাহন নিয়ে বের হতে গেলেই সবার প্রথম যা দরকার তা হল ড্রাইভিং লাইসেন্স (Driving Licence)। তবে অনেকেই রয়েছেন যাদের কাছে এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেই। অথচ তারা ড্রাইভিং লাইসেন্স না থাকলেও যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই সকল চালকদের ট্রাফিক পুলিশ পাকড়াও করে ধরে ধরে কেস দেয়।

Advertisements

ড্রাইভিং লাইসেন্স না থাকা চালকরা ট্রাফিক পুলিশের কেসের ভয়ে রীতিমতো কুঁকড়ে থাকেন। তবে এবার এই সকল চালক যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের চিন্তা অনেকটাই দূর হলো। কেননা এবার পুলিশের তরফ থেকে রীতিমতো ডেকে ডেকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। পুলিশের তরফ থেকে ক্যাম্প করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর এতে অনেকটাই উপকৃত হবেন যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা।

Advertisements

মূলত ড্রাইভিং লাইসেন্স করানো হয় আরটিও অফিসে। কিন্তু আরটিও অফিসে হয়রানির কারণে বহু মানুষ রয়েছেন যাদের নানান সমস্যায় পড়তে হয়। এসবের পরিপ্রেক্ষিতেই যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে পরিবহন দপ্তরকে সঙ্গে নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে আয়োজন করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলার। কোতোয়ালি থানা, গুড়গুড়িপাল থানা, খড়গপুর লোকাল থানা ও খড়গপুর টাউন থানা এলাকার বাসিন্দাদের প্রথম দিন এই সকল শিবিরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নানান সুবিধা দেওয়া হয়।

Advertisements

আরও পড়ুন ? Driving License Rules Change: জুন থেকে বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

মেদিনীপুর পুলিশ লাইনে আয়োজিত এই শিবির আগামী বেশ কয়েকদিন চলবে বলে জানা যাচ্ছে। এই সকল শিবিরে সেই সকল ব্যক্তিদের লার্নার লাইসেন্স এনরোলমেন্ট ব্যবস্থা করে দেওয়া হবে যাদের এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেই। এমন ব্যবস্থার ফলে যে সকল লাইসেন্সহীন চালু রয়েছেন তাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রবণতা বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এমন সহজ ব্যবস্থা বৃহস্পতিবার সকাল থেকে শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং মেদিনীপুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আগামী ১৪ আগস্ট পর্যন্ত এমন ক্যাম্প চলবে। এই ক্যাম্প বহু মানুষকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। সুতরাং যাদের কাছে এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেই তারা এই সকল ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন। রাজ্যের অন্যান্য জায়গাতেও আগামী দিনে এমন ব্যবস্থা চালু হয় কিনা তাই এখন দেখার।

Advertisements