নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন হোক অথবা অন্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট, সবেতেই বিশ্বের অন্যান্য দেশকে ছাপিয়ে নিজেদের রাজত্ব কায়েম করেছে চিন (China)। যে কারণে চীনের অর্থনৈতিক পরিস্থিতি এখন বিশ্বের প্রতিটি দেশকেই টেক্কা দিচ্ছে। অর্থনৈতিক দিক ছাড়াও বিভিন্ন আইন কানুনের দিক দিয়েও চিন এমন ব্যবস্থা কায়েম করেছে যে তাদের হাঁড়ির খবর কোনোভাবেই বাইরের দেশগুলিতে লিক হয় না। তবে এবার চিনকে রীতিমত টক্কর দিতে শুরু করেছে মোদির ভারত।
চীনকে ভারত টেক্কা দিতে শুরু করেছে স্মার্টফোন রপ্তানির বাজারে। এমনকি ভারত এই মুহূর্তে যে পরিমাণ স্মার্টফোন বিদেশে রপ্তানি করতে শুরু করেছে তাতে চীনের রাতের ঘুম উধাও হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। কেননা এই ধরনের বাজার থেকেই চীনের ভাতের হাঁড়ি চাপে। মোবাইল রপ্তানির বাজারে ভারত যে নতুন রাজত্ব তৈরি করছে সেই বিষয়ে জানিয়েছেন খোদ কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে খতিয়ান প্রকাশ করেছেন তা থেকে জানা যাচ্ছে, চলতি অর্থ বর্ষের প্রথম সাত মাসে ভারত ৮ বিলিয়ন ডলারের স্মার্টফোন বিদেশে রপ্তানি করেছে। বার্ষিক ভিত্তিতে হিসাব করলে এই পরিমাণ বেড়েছে ৬০%। এর মধ্যে আবার ৫ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করা হয়েছে। iphone রপ্তানির পরিমাণ গত বছরের তুলনায় ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একটা সময় ছিল যখন ভারতীয়রা যেসব মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করতেন তার সবই বিদেশ থেকে আমদানি করা হতো। ভারতের মতো বড় একটি বাজারে বিদেশের কোম্পানিগুলি তাদের দেশে তৈরি মোবাইল ফোন বিক্রি করে বিপুল পরিমাণে মুনাফা লুটে গিয়েছে। এখন সেই জায়গায় ভারতীয়দের চাহিদা মেটানোর পাশাপাশি ভারত বিদেশেও স্মার্টফোন রপ্তানি করছে। হিসেব অনুযায়ী প্রতি মাসে এক বিলিয়ন ডলারের স্মার্টফোন বিদেশে রপ্তানি করা হচ্ছে। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Mobile exports reach $ 8bn within 7 months of current fiscal.
Growth 60% higher than $ 4.97 bn for same 7 month period last year.
Avg of $ 1bn + plus mobile phone exports per month#MakeInIndia https://t.co/2Tcrj10tqy
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 23, 2023
ভারত থেকে এই মুহূর্তে যে সকল স্মার্টফোন বিদেশে রপ্তানি করা হচ্ছে সেই তালিকায় আইফোন টাকার অংকের দিক দিয়ে সবচেয়ে বেশি হলেও এই তালিকায় রয়েছে স্যামসাং সহ অন্যান্য বিভিন্ন কোম্পানি। ভারতে তৈরি এই সকল স্মার্টফোন বিদেশে রপ্তানি করা হলে ভারতের অর্থনীতি অনেক চাঙ্গা হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর ভারতের এমন শ্রীবৃদ্ধি দেখে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে চীনের মত দেশগুলির।