QR Coded Ticket: গতবছর এপ্রিল-মে মাস নাগাদ ১৩ লক্ষেরও বেশি যাত্রী কলকাতা মেট্রোর সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে QR-কোডেড টিকিট (QR Coded Ticket) ব্যবহার করেছেন বলে জানিয়েছিলেন মেট্রো রেলের মুখপাত্র কৌসিক মিত্র। ১লা এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত, সেক্টর ফাইভ-শিয়ালদহ অর্থাৎ গ্রিন লাইন ১ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অর্থাৎ গ্রীন লাইন ২ এর বিভিন্ন টিকিট কাউন্টারে মোট ১৩,১৯,১৭টি কাগজ-ভিত্তিক কিউআর টিকিট বিক্রি হয়েছিল।
গত তিন বছর ধরে, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম বা CRIS উত্তর-দক্ষিণ লাইন বা নীল লাইনের ২৬টি স্টেশনে বিদ্যমান স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ এবং যাত্রী নিয়ন্ত্রণ বা AFC-PC গেটের হার্ডওয়্যার আপডেট করছে। অরেঞ্জ লাইনের স্টেশন এবং গ্রিন লাইন-২-এর চারটি স্টেশন। মেট্রো করিডোরে QR-স্ক্যানার বসানো হয়েছে। এবার শিয়ালদা, হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য আনা হলো এই সুবিধা।
পূর্ব রেলের হাওড়া বিভাগ টিকিট বুকিংয়ের জন্য একটি QR কোড-ভিত্তিক (QR Coded Ticket) UPI-সক্ষম ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে। যারা হাওড়া বিভাগের স্টেশন থেকে টিকিট কাটছেন তারা এখন তাদের স্মার্টফোন দিয়ে একটি QR কোড স্ক্যান করতে পারবেন এবং UPI-সক্ষম ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন।
আরও পড়ুন:Kolkata Metro: দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চালানোয় কোন নয়া বিপত্তি সামনে আসলো
হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার বলেন, “কিউআর কোড স্ক্যান করা টিকিটিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা যাত্রীদের একটি নিরাপদ এবং দ্রুত অর্থপ্রদানের বিকল্প প্রদান করবে। এটি শারীরিক মুদ্রার প্রয়োজনীয়তা দূর করবে, লেনদেনগুলিকে মসৃণ করে তুলবে।” পূর্ব রেলের দুটি ব্যস্ততম ডিভিশন, হাওড়া ও শিয়ালদা, এখন নতুন একটি সুবিধা পেতে যাচ্ছে। এখানে কিউআর কোড এবং ইউটিআইয়ের মাধ্যমে ট্রেনের মাসিক টিকিট কেনা যাবে। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন!
এই নতুন সেবা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন হাওড়া ডিভিশনের সিনিয়র ডিসিএম, রাহুল রঞ্জন। তিনি বলেছেন, আগে এই সিস্টেমে টিকিট কাটলেও (QR Coded Ticket) মাসিক টিকিট ইস্যু করা সম্ভব ছিল না। তবে নতুন বছরের শুরুতেই এই সুবিধা চালু হতে চলেছে। প্রথমে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে এই পরিষেবা চালু হবে, এরপর ধাপে ধাপে বর্ধমান, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে এটি উপলব্ধ হবে।