অনায়াসে মিলতে পারে সিভিক ভলেন্টিয়ারের চাকরি, শুধু থাকতে হবে এই কোয়ালিটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার শাসনে আসার পর বিভিন্ন ধরনের জল দরদী প্রকল্পের যেমন উদ্বোধন করা হয়েছে, ঠিক সেই রকমই আবার চাকরির ক্ষেত্রে অনেক নতুন পদ তৈরি করা হয়েছে। যেমন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer), ভিলেজ পুলিশ ইত্যাদি। এই সকল পদ তৈরি করার পাশাপাশি বছরের বিভিন্ন সময় এগুলিতে নিয়োগ করা হয়। এই সকল শূন্য পদে নিযুক্ত হয়ে রাজ্যের বহু বেকার যুবক-যুবতীরা এখন রোজগারের পথ দেখছেন।

Advertisements

সিভিক ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত হয়ে প্রায় ১০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন কর্মীরা। এই সকল সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ওঠার পর এখন তাদের কাজের গতিবিধি বেঁধে দিয়েছে আদালত। তবে সেই সকল বিতর্কের মধ্যেও এই পদে নিযুক্ত হয়ে রোজগারের সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে অনায়াসে সিভিক ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগও করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, খুব অনায়াসেই মিলতে পারে সিভিক ভলেন্টিয়ারের চাকরি, তবে এর জন্য থাকতে হবে একটি বিশেষ গুণ।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হওয়ার জন্য দারুণ সুযোগ করে দেওয়া হচ্ছে যারা ভালো খেলাধুলায় তাদের জন্য। এই সকল ক্রীড়াবিদদের সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করার কারণ হিসেবে রাজ্য সরকার জানাচ্ছে, তরুণ প্রজন্মকে আরও খেলাধুলায় উদ্বুদ্ধ করা। খেলাধুলায় সফল হলেই সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানাচ্ছে রাজ্য সরকার।

Advertisements

সম্প্রতি নতুন করে রাজ্যের ৫৮ জনকে সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করা হয়েছে। এই ৫৮ জন যুবক খেলাধুলায় সফল। খেলাধুলায় সফল হওয়া এই রকম ৪৩২৪ জনকে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করা হয়েছে। এমনকি রাজ্য সরকারের কি লক্ষ্য এবং খেলাধুলায় সফল হওয়া কতজনকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে সেই খতিয়ান খোদ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তোলার জন্য জঙ্গলমহল কাপ (Jangal Mohol Cup), হিমালয়-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ, কোচবিহার কাপ, খেত-নদী উৎসব, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করার বন্দোবস্ত করেছেন। এই সকল ক্রীড়া উৎসবগুলি থেকে উঠে আসা সফল যুবক-যুবতীদের এই ধরনের সিভিক ভলেন্টিয়ারের চাকরিতে নিযুক্ত করা হয় চুক্তির ভিত্তিতে।

Advertisements