Green Line Metro: গ্রীন লাইন মেট্রো চলাচল বন্ধ থাকবে এতদিন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Green Line Metro: মেট্রো পরিষেবা দেড় মাস টানা বন্ধ থাকতে পারে গ্রীন লাইনে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের কতটা ক্ষতি হবে এই সিদ্ধান্তের ফলে? মেট্রোর গ্রীন লাইন পুরোপুরি বন্ধ থাকবে সিগন্যাল ব্যবস্থার আমুল পরিবর্তনের জন্য। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রীন লাইন পুরোপুরি বন্ধ থাকবে(কেএমআরসিএল)। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ- পুরোটাই বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে এখন শুধুমাত্র সেটাই দেখার অপেক্ষা।

Advertisements

কলকাতার যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে কলকাতা মেট্রো (Green Line Metro)। শিরা উপশিরার মত গোটা শহরে ছড়িয়ে রয়েছে কলকাতা মেট্রো। বর্তমানে মেট্রো যেভাবে ছড়িয়ে রয়েছে তাতে শহরের যেকোন প্রান্তে কম সময়ে পৌঁছানো একেবারে জলভাত। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৪ কিলোমিটার পথে বউবাজারের কাছে মেট্রো কর্তৃপক্ষকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। মেট্রোর কাজ করতে গিয়ে বারবার ঠোক্কর খেতে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। সেই জন্যই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সম্পূর্ণরূপে বদলে ফেলতে হবে মেট্রোর সিগন্যাল ব্যবস্থা। নাহলে কোনোভাবেই সম্ভব নয় সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু করা। মেট্রোর (Green Line Metro) নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন ব্যবস্থায় কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থা চালু হবে। দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগা এবং অতিরিক্ত স্পিড বাড়ানোর আশঙ্কা পুরোপুরি নির্মূল হবে। শুধু এখানেই শেষ নয়, চালু হতে চলেছে অটোমেটিক ট্রেন অপারেশন ব্যবস্থা। এরফলে সব কটি রেক নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে।

Advertisements

আরও পড়ুন:Durgapur-Bankura RailDurgapur-Bankura Rail: অবশেষে সমীক্ষা শুরু হয়েছে দুর্গাপুর-বাঁকুড়া রেলপথের, জানুন সবিস্তারে

মেট্রো (Green Line Metro) সূত্র মারফত জানা গেছে যে, মেট্রোর সিগন্যালের এই কাজটি করবে এক ফরাসি সংস্থা। এই কাজ শেষ হতে সময় লেগে যাবে প্রায় দেড় মাস এবং সেই কারণেই বন্ধ রাখা হচ্ছে গ্রীন লাইনের মেট্রো পরিষেবা। কাজ চলাকালীন এমনটি প্রস্তাব দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল। দীর্ঘ সময় ধরে এই পরিষেবা বন্ধ থাকার ফলে সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা। গঙ্গার নীচে মেট্রোর পথ দেড় মাস বন্ধ রেখে সিগন্যালের কাজের পক্ষে তারা। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো যদিও এর আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, মেট্রো চলাচল বন্ধ থাকবে ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল বন্ধ রাখতে হবে। মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখার আসল কারণ হলো, লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলা। এই কারণেই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত।

Advertisements