মিষ্টির বদলে সিগারেট, জামাই বরণের আজব রীতি দেখে শোরগোল নেটপাড়ায়

Antara Nag

Published on:

এক এক বাড়িতেই বিয়ের আলাদা আলাদা নিয়ম দেখতে পাওয়া যায় আমাদের দেশে। সেখানে রাজ্য ও জাতি,গোত্র ভেদে নিয়ম আলাদা তো হবে। এবার সিগারেট খাইয়ে জামাই বরণ করার অদ্ভুত রীতি সামনে এলো সোশ্যাল মিডিয়ার (social media) মাধ্যমে। যা দেখে তাজ্জব বনে গেলো সবাই।

ভারতীয় বিবাহ অনুষ্ঠানগুলিতে এমন কিছু দেখা যায়, যা সম্ভবত এই পৃথিবীর অন্য প্রান্তে দেখা যায় না। এ দেশে বিয়ে প্রাচীন এবং ঐশ্বর্যপূর্ণ রীতিনীতিতে পরিপূর্ণ। এক এক জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে নিয়ম গুলি। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে, জমকালো পোশাক, গান, নাচ, প্রচুর গয়নাগাটি, আয়োজনে কোনও খামতি থাকে না সেখানে। তবে এবার আমরা এমনই এক বিয়েবাড়ির খোঁজ পেলাম, যেখানে বরকে বরণ করার রীতিটি বড় অদ্ভুত। দেখা গেল, বরের হবু শাশুড়ি তাঁকে বরণ করে নিচ্ছেন সিগারেট আর পান দিয়ে।

এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় (social media) খুব ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে, গুজরাটের একটি বিবাহ অনুষ্ঠানে বরকে সিগারেট এবং পান দিচ্ছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ইনস্টাগ্রামে joohiie নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, বিয়েবাড়ির একটা নতুন প্রথা দেখলাম, যেখানে হবু শাশুড়ি তাঁর জামাইকে পান ও সিগারেট দিয়ে স্বাগত জানাচ্ছেন।

ভিডিয়োতে দেখা গেল, শাশুড়ি তাঁর জামাইয়ের মুখে সিগারেটটা গুঁজে দিলেন এবং শ্বশুর তা জ্বালানোর চেষ্টা করলেন। যদিও বর কিন্তু সেই সিগারেট খায়নি এবং শ্বশুরও তারপর সেটিকে নিয়ে নেন জামাইয়ের মুখ থেকে। এই ইনস্টাগ্রাম ভিডিয়োটির ভিউ হয়েছে প্রায় ৫.৮ মিলিয়ন এবং ১৬৬K লাইক পড়েছে তাতে।

ভিডিয়োটি দেখার পর আবার নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ ঐতিহ্যের প্রাচীন শিকড়কে স্বীকার করে নিয়েছেন এবং কেউ কেউ এই ধরনের প্রথা যাতে বন্ধ হয় সেই প্রার্থনা করেছেন। ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন মন্তব্য করেছেন, দক্ষিণ গুজরাটের অনেক গ্রামেই এই প্রথা মানা হয়। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন, বর কিন্তু সিগারেটটি খায়নি। প্রথা মেনে সে খালি মুখে ধরে রেখে দিয়েছিল কিছুক্ষণ। এটা দেখে শুধু হাসার বা বিরক্ত বোধ হওয়ার কিছু নেই। আর একজন লিখেছেন, এই একই প্রথা বিহারের অনেক গ্রামে দেখা যায়। কনের পরিবারের তরফ থেকে সিগারেট দেওয়া হয় হবু জামাইকে।