নিজস্ব প্রতিবেদন : জিএসটি পরিকাঠামোয় করের ক্ষেত্রে যে সকল ধাপ রয়েছে সেগুলি হল ৫, ১২, ১৮ ও ২৮। তবে সোনা এবং সোনার গয়নার উপর নেওয়া হয় ৩ শতাংশ কর। অন্যদিকে ব্র্যান্ড অথবা প্যাকেটজাত নয় এমন খাদ্যপণ্যকে জিএসটির আওতায় রাখা হয়নি। জিএসটির এইসকল ধাপে এবার আসতে পারে বদল। এই বদল এলে স্বাভাবিকভাবেই তার প্রভাব ফেলবে আমজনতার উপর।
বর্তমানে জিএসটির যেসকল ধাপ রয়েছে সেই সকল ধাপের মধ্যে ৫ শতাংশের ধাপটি তুলে নেওয়া হতে পারে। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে সেই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই ধাপটি তুলে দিয়ে সংযোজন হতে পারে নতুন দুটি ধাপ। ৩ ও ৮, এই দুটি ধাপ যোগ হতে পারে।
৫ শতাংশের ধাপ তুলে দেওয়ার পর নতুন করে দুটি ধাপ সংযুক্ত করা হলো বেশ কিছু জিনিসের দাম যেমন কমার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি আবার বেশ কিছু জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে সকল সামগ্রীকে ৫ থেকে নামিয়ে ৩ শতাংশে আনা হবে তাদের দাম কমবে, আবার যে সকল সামগ্রীকে ৮ শতাংশে নিয়ে যাওয়া হবে তাদের দাম বাড়বে।
সূত্র মারফত জানা যাচ্ছে তাতে, ৩ শতাংশের ধাপে রাখা হতে পারে খাদ্য সামগ্রীর বাইরে থাকা পণ্যকে। এযাবত এসকল বহু পণ্যের উপর কর বসানো হতো না। এমনকি এটাও জানা যাচ্ছে, ৫ শতাংশের পরিবর্তে ৭, ৮ কিংবা ৯ শতাংশে পরিবর্তিত ধাপ আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা তা বোঝা যাবে আগামী জিএসটি কাউন্সিলের বৈঠকে।
রাজস্ব আদায় বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জিএসটি কাউন্সিল বলে মনে করা হচ্ছে। আর এর প্রভাব পড়ার ক্ষেত্রে নানান সম্ভাবনা উঁকি দিচ্ছে। কারণ সূত্র মারফত জানা যাচ্ছে, তাতে খবর ৫ শতাংশ করের মধ্যে থাকা সামগ্রীগুলিকে আনা হতে পারে ৮ শতাংশের আওতায়।