নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আমজনতার জীবনযাপনকে নাভিশ্বাস করে দিয়েছে। মূলত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে কয়েক গুণ। তবে এরই মাঝে আবার ১৪৩টি দ্রব্যের GST বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র।
যে ১৪৩টি দ্রব্যের জিএসটি বৃদ্ধি করতে চায় কেন্দ্র সেই সংক্রান্ত বিষয়ে আগামী জিএসটি কাউন্সিলের বৈঠকে মতামত চায় কেন্দ্র। কারণ জিএসটি কাউন্সিল গঠন করা হয় কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে। এখন যদি এই বৈঠকে জিএসটি বৃদ্ধির বিষয়ে সম্মতি মেলে তাহলে স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পাবে এই সকল জিনিসের।
যে ১৪৩টি দ্রব্যের জিএসটি বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র সেই সকল জিনিসের মধ্যে রয়েছে রোদ চশমা, পাওয়ার ব্যাঙ্ক, সুটকেস, হ্যান্ড ব্যাগ, কালার টিভি, পারফিউম, হাত ঘড়ি, চকলেট, ঠান্ডা পানীয়, চুইংগাম, পাঁপড় ইত্যাদি। সূত্র মারফত জানা যাচ্ছে, জিএসটি খাতে আয় বৃদ্ধি করার জন্য এমন প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্র ছাড়াও জিএসটি খাতে নিজেদের আয় বৃদ্ধি করতে চায় রাজ্যগুলিও।
সে ক্ষেত্রে কেন্দ্র যে সকল পণ্যের উপর জিএসটি বৃদ্ধি করার প্রস্তাব দিচ্ছে তাতে রাজ্যগুলি বিরোধিতা করবে না বলেই মনে করা হচ্ছে। তবে প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষদের। এর পরিপ্রেক্ষিতে আবার এটাও মনে করা হচ্ছে রাজ্যগুলি জিএসটি বৃদ্ধিতে সায় নাও দিতে পারে।
যে ১৪৩টি দ্রব্যের উপর জিএসটি বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হতে পারে কেন্দ্রের তরফ থেকে সেই সকল জিনিসের ৯০ শতাংশের ক্ষেত্রে জিএসটি বাড়ানোর প্রস্তাব রয়েছে ১৮ থেকে ২৮ শতাংশ। অন্যদিকে বাকি জিনিসপত্রের উপর জিএসটি বাড়ানোর প্রস্তাব আনা হতে পারে ৫ থেকে ১২ শতাংশ।