GST On Petroleum Product: আর বেশি দাম নয়, এবার জলের দরে মিলবে পেট্রোল-ডিজেল! সামনে এলো বড় পরিকল্পনা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল, ডিজেল থেকে শুরু করে পেট্রোপণ্যের (Petroleum Product) চাহিদা শুধু ভারত নয়, গোটা বিশ্বেই তুঙ্গে। যেভাবে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এই চাহিদা আরও বেড়ে চলেছে। চাহিদা যতই বাড়ছে ততই পেট্রোপণ্য বহুমূল্যবান হয়ে দাঁড়াচ্ছে। আবার সরকারগুলির আয়ের সবচেয়ে বড় উৎস হল পেট্রোপণ্য। এসবের মধ্যে এবার পেট্রোপণ্যের দাম কমতে পারে এমনই পরিকল্পনা সামনে এলো।

ভারতের কর ব্যবস্থায় গত কয়েক বছর ধরেই জিএসটি চালু হয়ে গেলেও এখনো পর্যন্ত পেট্রোপণ্যের ক্ষেত্রে জিএসটি (GST On Petroleum Product) চালু হয়নি। পেট্রোপণ্যের ক্ষেত্রে জিএসটি চালু না হওয়ার কারণে এখনো পর্যন্ত ভ্যাট, সেন্ট্রাল সেলস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ইত্যাদি নানান ধরনের কর নেওয়া হয়। অনেকের ধারণা, এই সকল করের পরিবর্তে যদি পেট্রোপণ্যের উপর জিএসটি বসানো হয় তাহলে পেট্রোপণ্যের দাম কমে যাবে।

কেন্দ্র সরকার আগামী দিনে এমনটাই পরিকল্পনা গ্রহণ করতে পারে বলে দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি দাবি করেছেন, কেন্দ্রে তৃতীয় বার বিজেপি সরকার গঠন করার পরই তাদের প্রথম লক্ষ্য হতে পারে পেট্রোপণ্যের উপর জিএসটি বসানো। জিএসটি বসানোর ক্ষেত্রে কেন্দ্রের দাম কমানো কতটা লক্ষ্য তা বড় নয়, বরং এর পিছনে রয়েছে আরও একটি উদ্দেশ্য।

আরও পড়ুন 👉 Bajaj CNG Bike: ১০৪ টাকার পেট্রোলের দিন শেষ! এবার এই দিন বাজাজ আনছে CNG বাইক

পেট্রোপণ্য যেহেতু সরকারের আয়ের একটি বড় উৎস তাই পেট্রোপণ্যের উপর জিএসটি লাগবে করা হলে রাজ্য সরকারগুলিকে কেন্দ্র সরকারের ওপর অনেকটাই নির্ভর হতে হবে। বিজেপি তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলে এমনই পদক্ষেপ নিতে পারে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। শুধু দাবি করেছেন এমনটা নয়, এর পাশাপাশি তার কথা অনুযায়ী এটি হতে পারে তৃতীয় বিজেপি সরকারের প্রথম লক্ষ্য।

অন্যদিকে ফের একবার প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিজেপি তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে তারা যে ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে সেটা সম্ভব হওয়ার মতো তিনি কোন পরিস্থিতি দেখছেন না। তার অনুমান অনুযায়ী এবার লোকসভা নির্বাচনে বিজেপির ৩০৩ টি আসন পেতে পারে।