Guideline For SIM: গোছা গোছা SIM CARD নেওয়ার দিন শেষ! কেন্দ্র আনছে কড়া নিয়ম

New Guideline For SIM: কেন্দ্রীয় সরকার এবার সিম কার্ড সংক্রান্ত কঠিন পদক্ষেপ নিতে চলেছে। এর মূল উদ্দেশ্য হলো ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করা, এর জন্যই সরকার এত পরিমাণে কঠোর হচ্ছে। এমনকি এই নিয়ে নতুন নির্দেশিকা পর্যন্ত (Guideline For SIM) আনতে চলেছে কেন্দ্র। সেই নির্দেশিকা অনুযায়ী, একটি আইডিতে একজন ব্যক্তি সর্বাধিক মোট চারটি SIM card নিতে পারবেন। এখনও পর্যন্ত দেশে একটা আইডিতে নয়টি SIM card ইস্যু করা হচ্ছিল।

বহু বছর ধরেই ডিজিটাল রূপান্তরে ভারত অনেকটাই সচেষ্ট হয়েছে। ভারত এই লক্ষ্যে সম্প্রতি অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু ডিজিটাল ভারতের পথের এখন সবথেকে একটা বড় বাঁধা হলো সাইবার জালিয়াতি। জালিয়াতি করার জন্য আধার কার্ড থেকে প্যান কার্ড সিম কার্ড থেকে ভুয়ো ফোন নম্বর, সবকিছুর মাধ্যম ব্যবহার করা হয়। তবে ভারত সরকার এখন ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে আরও কঠোর হচ্ছে। সেই কারণে নতুন নির্দেশিকা (Guideline For SIM) আনছে কেন্দ্র। সরকারের সেই নির্দেশিকা অনুযায়ী, একটি আইডিতে সরকার মোট SIM Card ইস্যু করার সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

বর্তমানে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, টেলিকম বিভাগ প্রতি SIM Card-এর সংখ্যা নির্ধারণে কাজ করছে। এই সপ্তাহেই টেলিকম বিভাগ এই বিষয় নিয়ে বড় কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারে। তবে এই প্রথম বার সিম কার্ডের (Guideline For SIM) সংখ্যা কমানো হচ্ছে, এমনটা নয়। এর আগেও সরকার সিম কার্ডের সংখ্যা নয়ে নামিয়ে এনেছিল ২০২১ সালে।

আপনারা হয়তো জানেন না প্রতিটি সিম কার্ডের জন্য থাকে আলাদা-আলাদা আইডি। যদি এখন আপনার জন্য আইডির বিরুদ্ধে গিয়ে সিম কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে আপনাকে https://tafcop.dgtelecom.gov.in সাইটে যেতে হবে। এর আগে অবশ্য নিয়ম ছিল, এক ব্যক্তির সিম কার্ড আইডিতে কোনও ভুয়ো সিম রেজিস্টার্ড হলে তার অভিযোগ করা যাবে। এই কাজের মধ্যে দিয়েই আসলে ভুয়ো সিম ব্লক করা যায়।

আপনি ভাবতেই পারেন যে সিম কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, তা নিয়ে কেনো এত ভাববো। ব্যাপারটা আসলে কিন্ত এমন নয়। তার কারণ হলো, আপনার অজান্তেই সিম কার্ড জালিয়াতির ঘটনা ঘটতে পারে। তা যদি হয়, তাহলে কী সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, তার কূলকিনারা করতে পারবেন না আপনি।